শক্তির সর্বোচ্চটা দিয়েই জিতেছে বাংলাদেশ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কয়েকমাস আগে শেষবারের ক্যারিবীয় দীপপুঞ্জ সফরে বেশ বাজেভাবেই টেস্ট ম্যাচ হারের স্বাদ নিতে হয়েছিল বাংলাদেশ দলকে। পেস বোলিং উপযোগী উইকেটে নর্থ সাউন্ড এবং কিংস্টনে খেলা দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার স্বাক্ষর রেখেছিলো টাইগাররা।
নর্থ সাউন্ডে খেলতে নেমে তো মাত্র ৪৩ রানে অলআউটও হয়ে যেতে হয়েছিল তাঁদের। অথচ ঘরের মাঠে দেখা গেল পুরোই বিপরীত চিত্র। বরাবরের মতোই স্পিনিং উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেছে টাইগাররা।

টাইগারদের শক্তিমত্তার দিক স্পিন, আর এর সর্বোচ্চ ব্যবহার করেই সদ্য সমাপ্ত টেস্ট সিরিজটি জিতেছে তাঁরা, মানছেন উইন্ডিজ দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
'কন্ডিশন অবশ্যই বড় রকমের ভূমিকা পালন করে। আমরা ঘরের মাটিতে ভাল খেলেছিলাম। তাঁরা পেস বোলিংয়ে ভুগেছে, আমরা স্পিন বলে। সত্যি বলতে স্পিন স্পিনই। আমার মনে হয় এখানকার উইকেট অনেক শুষ্ক।
'আমরা সঠিক সময়ে সঠিক শট খেলতে পারিনি। দলগতভাবে ব্যাটিংয়ে আমরা কিছুই করতে পারিনি। তাঁরা তাঁদের শক্তির দিক প্রাধান্য দিয়ে খেলেছে, যা ছিল স্পিন বল।'
তবে বাংলাদেশের মাটিতে স্পিনিং উইকেটের ফাঁদ দেখে বিশেষ অবাক হননি ব্র্যাথওয়েট। ঘরের মাঠে টাইগারদের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা শ্রীলংকা বধের গল্পগুলো সম্ভবত ব্র্যাথওয়েটেরও জানা।
'অন্য দলগুলো যখন এখানে আসবে, তাঁরা জানতে পারবে এদের শক্তিমত্তা নিয়ে। তাঁরা (বাংলাদেশ) সবসময় নিজেদের কন্ডিশন কাজে লাগায় এবং ম্যাচে ভাল ফলাফল করে।'