মনস্তাত্ত্বিক যুদ্ধেও হেরেছে উইন্ডিজ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিরিজের প্রথম টেস্ট হেরে শুরুতেই পিছিয়ে যাওয়া, এরপরে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে স্বাগতিকদের পাহাড় সম পাঁচশ রান এবং এই রানের জবাব দিতে গিয়ে স্পিনিং উইকেটে ব্যাট করতে নেমেই পাঁচ উইকেট হারিয়ে ফেলা- সব মিলিয়ে মানসিকতার কঠিন পরীক্ষা দিতে হয়েছে উইন্ডিজ দলকে।
এরপরে আর ম্যাচে ফেরা হয়নি মানসিকভাবে ভেঙে পড়া উইন্ডিজ দলের। উপরন্তু আত্মবিশ্বাসে চিড় ধরেছে তাঁদের। ঢাকা টেস্ট শেষ হওয়ার পরে গণমাধ্যমের সামনে এসব কথা অবলীলায় জানিয়েছেন সফরকারী দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

'টেস্ট ক্রিকেট মানসিকতার খেলা। প্রথম দিন থেকে উইকেটে স্পিন ধরা অথবা প্রতিপক্ষের স্কোর বোর্ডে পাঁচশ রান হয়ে যাওয়াটা চাপ সৃষ্টি করে। আমরা ব্যাট করতে নামার আগে আলোচনা করে নামতে পারতাম।
'আমি সরাসরি আসা একটি বলকে ভিন্ন লাইনে খেলেছি। সম্ভবত মানসিকভাবেই আমরা ম্যাচে ছিলাম না, বিশেষ করে গতকাল যখন আমরা পাঁচ উইকেট হারিয়েছি।'
এছাড়া সিরিজের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা অব্যাহত উইন্ডিজ দলের। এই সিরিজের আগে ভারতেও ব্যাটিং নিয়ে ভুগেছিল দলটি। ব্যাটিং ব্যর্থতার এমন অবস্থার পরিবর্তন চান উইন্ডিজ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক।
'আমি সহ আমাদের সবাইকে ব্যাটিংয়ে আরও ভাল করতে হবে। নিয়মিতই আমরা ৩০ রানের বিনিময়ে তিন উইকেটে হারাতে পারিনা। আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, খুবই সাধারণ।'