promotional_ad

'ওয়ানডেতে হারার কোন কারণ নেই'

পাপন, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে জয় পেলেও আসন্ন ওয়ানডে সিরিজটি খুব একটা একপেশে এবং সহজ নাও হতে পারে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।  


তাঁর মতে ওয়ানডে ফরম্যাটে উইন্ডিজের যেকোনো সময় ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা রয়েছে। পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেতে হলে উইকেটও একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। যদিও বাংলাদেশের সাম্প্রতিক ফর্মই তাঁকে যোগাচ্ছে পূর্ণ আত্মবিশ্বাস। সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেছেন,   



promotional_ad

'ওয়ানডেতে সব কিছু একপেশে হবে কি না তা বলা কঠিন। কারণ তখন উইকেট অন্য রকম হবে। আরো স্পোর্টিং হবে। আমার মনে হয় দলের ফর্ম যেমন, তাতে আমাদের হারার কোনো কারণ দেখি না। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আর ওয়েস্ট ইন্ডিজেরও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।'


ওয়ানডে ফরম্যাটে উইন্ডিজদের থেকে র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। বর্তমানে র‍্যাংকিংয়ের নয় নম্বরে থাকা দলটির বিপক্ষে তাই জয় না পাওয়ার কারণ দেখছেন না পাপন। এশিয়া কাপের ফাইনালে খেলা দলটিকে নিয়ে প্রত্যাশার পারদও বেশ উঁচু থাকছে বিসিবি প্রধানের,


'ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজ বেশি শক্তিশালী। সব ফরম্যাটেই ওরা আমাদের চেয়ে শক্তিশালী দল। তবে ওয়ানডের রেকর্ডটটা আমাদের পক্ষে আছে। সে দিক দিয়ে চিন্তা করলে, যেভাবে দল খেলছে, তাতে আশা করা যায় যে, ওয়ানডেতেও ভালো করবো।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball