promotional_ad

প্রথম টেস্ট খেলতে চাননি সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে ইচ্ছুক ছিলেন না। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠার আগেই মাঠে নামতে চাননি তিনি। কিন্তু টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডসের চাওয়াতেই চট্টগ্রাম টেস্ট খেলেছেন তিনি, জানিয়েছেন সাকিব।


বছরের শুরুর ইনজুরি খেলতে বাধা দিয়েছিল এশিয়া কাপ। মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন সাকিব। এরপর বাইরে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ হলেও তাঁকে নিয়ে ঝুঁকি নিয়ে চায়নি বোর্ড। দলের বাইরে ছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে।


promotional_ad

নিজেকে প্রস্তুত করতে মাত্রই শুরু করেছিলেন অনুশীলন। মাত্র চার সেশনের অনুশীলনের মধ্যে দুইটি ছিল ব্যাটিং নিয়ে, তাতেই উইন্ডিজদের বিপক্ষে মাঠে নেমে গেলেন সাকিব। কিন্তু নিজ ইচ্ছায় নয় খেলেছেন কোচের ইচ্ছায়।


ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাস গড়া জয় শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, 'সত্যি কথা বলতে, প্রথম টেস্টটা আমি খেলতে চাই নি। একমাত্র কোচের কারণেই খেলাটা হয়েছে। আমি কখনই খেলতাম না। আমাকে যতবার বলেছি, আমি বলেছি আমি পারবো না। কারণ আমার ঐ বিশ্বাসই ছিল না। আপনারা যদি আমার বোলিং দেখেন, আমি তিন-চার ওভারের স্পেল করেছি। কারণ আমার শরীরের অবস্থাই ওই রকম ছিল না।'


অনিচ্ছায় খেলতে নেমেও অসাধারণ ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টে ব্যাট এবং বল হাতে ছিলেন দুর্দান্ত। নিয়েছেন পা উইকেট, যা বাংলাদেশের জয়ের পথে রেখে অনেক বড় অবদান।


এরপর এবার ঢাকা টেস্টে নিজের সামর্থ্যের প্রমাণ দেখিয়েছেন আরও একবার। ব্যাট হাতে ৮০ রানের ইনিংস খেলার পর বল হাতে দুই ইনিংসেই উইন্ডিজদের টপ অর্ডার ভাঙ্গতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball