মিরাজের নতুন কীর্তি

ছবি: মেহেদি হাসান মিরাজ

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে দুইবার ১২ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে সর্বপ্রথম ১২ উইকেট নিয়েছিলেন তিনি। এবার উইন্ডিজদের বিপক্ষেও একই নজীর দেখালেন এই অফ স্পিনার।
এই টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন তিনি। ফলে এক টেস্টে সর্বোচ্চ উইকেট শিকার করার কীর্তি রাখলেন মিরাজ।

মিরাজের আগে একবার ১২ উইকেট শিকার করতে পেরেছিলেন সাবেক স্পিনার এনামুল হক জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে দুই ইনিংস মিলিয়ে এই পারফর্মেন্স উপহার দেন তিনি।
এক টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির দিক থেকে তাইজুল ইসলাম আছেন এরপরের স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরেই ১১ উইকেট নিয়েছিলেন তিনি।
এছাড়াও ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নেন সাকিব আল হাসান। ২০১৭ সালে আবারও অস্ট্রেলিয়ারর বিপক্ষে আবারও এই কীর্তি গড়েন তিনি।
এদিকে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকাতেও নাম লিখিয়েছেন মিরাজ। প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট শিকার করে তৃতীয়তে উঠে এসেছেন তিনি।
এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে তালিকার শীর্ষে অবস্থান আরেক স্পিনার তাইজুল ইসলামের।