টেস্ট অভিষেকের দ্বারপ্রান্তে শাহিন আফ্রিদি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। ডানহাতি পেসার মোহাম্মাদ আব্বাস কাঁধের ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের একাদশে জায়গা পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে তাঁর।
সোমবার থেকে মাঠে গড়াবে সিরিজের শেষ টেস্টটি। ১-১ ব্যবধানে বর্তমানে সিরিজে সমতা থাকায় শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে দুই দলের জন্যই। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে সুযোগ পেলে নিজের সেরাটাই দিবেন আফ্রিদি বলে জানিয়েছেন।
যদিও এত দ্রুত যে দলে ডাক পাবেন সেটা ভাবতেই পারেন নি এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে শাহিন আফ্রিদি বলেন,

'যদি সুযোগ পাই তাহলে চেষ্টা থাকবে অবশ্যই নিজের সেরাটা দেয়ার। আমার নিজের যোগ্যতার উপর সবসময়ই বিশ্বাস ছিল, অনেক পরিশ্রম করেছি। তবে এতো দ্রুত যে টেস্টে ডাক পাব সেটা আশা করিনি।'
বর্তমানে দলের প্রধান কোচ এবং বোলিং কোচের সঙ্গে নিয়মিত কাজ করছেন আফ্রিদি। সেই সঙ্গে কঠোর পরিশ্রম করেই নিজেকে অভিষেক টেস্টের জন্য প্রস্তুত করছেন। তাঁর ভাষ্যমতে,
'বোলিং কোচ আজহার মাহমুদ এবং হেড কোচ মিকি আর্থার সহ বাকিদের সঙ্গে অনেক কাজ করছি বোলিং নিয়ে। সেই সঙ্গে কঠোর অনুশীলন করে যাচ্ছি, আমি প্রস্তুত অভিষেক ম্যাচে নিজের সেরাটা দেয়ার জন্য।
মাত্র ৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে টেস্ট অভিষেক হতে যাওয়া এই পেসারের আদর্শ পাকিস্তানের সাবেক কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। আফ্রিদির মতো আকরামও অল্প কয়েকটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। এই প্রসঙ্গে শাহিন আফ্রিদির বক্তব্য,
'কিংবদন্তী ওয়াসিম আকরামের মতো দ্রুত টেস্ট খেলতে পারাটা আমাকে অনেক অনুপ্রেরণা দিবে এবং ঠিক যেমনটা আমি সীমিত ওভারের ম্যাচে দিয়েছিল। টেস্টেও করার চেষ্টা করবো ভালো করার। আমি আমার দলের জন্য উইকেট নেয়ার চেষ্টা করবো সিরিজ জেতার জন্য।'