তৃতীয় সেরা বোলিং ফিগারে মিরাজ

ছবি: মেহেদি হাসান মিরাজ, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা টেস্টে মাঠে নামার আগে মেহেদি হাসান মিরাজের সেরা বোলিং ফিগারটি ছিল ৭৭ রানে ৬ উইকেট। তবে উইন্ডিজদের বিপক্ষে খেলতে নেমে প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট তুলে নিয়েছেন তিনি।
আর এর মাধ্যমে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় তৃতীয়তে উঠে এসেছেন মিরাজ। এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে তালিকার শীর্ষে অবস্থান আরেক স্পিনার তাইজুল ইসলামের।

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে একাই ৮ উইকেট শিকার করেছিলেন তাইজুল। তালিকার দ্বিতীয়তে থাকা সাকিব ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৬ রানে ৭ উইকেট শিকার করেছিলেন।
এছাড়াও এক ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি ছিল আরেক স্পিন তারকা এনামুল হক জুনিয়রেরও। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৭ রানে ৭ উইকেট তুলে নিয়েছিলেন এনামুল।
তবে মোট ওভার সংখ্যার দিক থেকে এনামুলকে ছাড়িয়ে গিয়েছেন মিরাজ। উইন্ডিজদের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট পেতে ১৬ ওভার বোলিং করেছেন তিনি। অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে এনামুল বোলিং করেছিলেন ৩৬ ওভার।