শ্রীলংকার ইমার্জিং কাপের দলে গুনারত্নে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ঘোষিত এই স্কোয়াডে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে চারিথ আসালাঙ্কাকে।
আর সহ অধিনায়কের ভূমিকায় দায়িত্ব পালন করবেন শাম্মু আহসান। স্কোয়াডে চার জন জাতীয় ক্রিকেটারের মধ্যে আছেন, আসিলা গুনারত্নে, শিহান মধুশঙ্কা, জেফরি ভেন্ডারসে এবং আভিস্কা ফার্নান্ডো।

ঘোষিত স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার গুনারত্নে। যিনি জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট, ২৯টি ওয়ানডে এবং ১২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার ব্যাট এবং বল দুই বিভাগেই কার্যকারী।
টুর্নামেন্টে গ্রুপ 'এ' খেলবে টুর্নামেন্টের সহকারী আয়োজক দেশ শ্রীলঙ্কা। সঙ্গে থাকছে আফগানিস্তান, শক্তিশালী ভারত এবং ওমান।
গ্রুপ 'বি' তে রয়েছে আরেক সহকারী আয়োজক দেশ পাকিস্তান। সাথে আছে বাংলাদেশ, হংকং এবং আরব আমিরাত।
৭ তারিখ ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ইমাচার্জিং কাপের মিশন শুরু করবে শ্রীলংকা। এরপর ৮ তারিখ আফগানিস্তান এবং ১১ তারিখ ভারতের বিপক্ষে লড়বে লঙ্কানরা।
শ্রীলংকার স্কোয়াডঃ চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শাম্মু আহসান (সহ-অধিনায়ক), কামিন্ডু মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, হাসিতা বয়াগোডা, সান্দুন ওয়েরাকডি, আসিলা গুনারত্নে, নিশান মধুশঙ্কা, জেফরি ভেন্ডারসে, লাসিথ আম্বুলদেনিয়া, শিহান মধুশঙ্কা, আসিথা ফার্নান্ডো, জেহান ড্যানিয়েল, চামিকা করুনারত্নে।