জিম্বাবুয়েকে ছাড়িয়ে গেল উইন্ডিজ!

ছবি: বাংলাদেশ দল, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অলআউট হয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। উইন্ডিজদের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের আগে পর্যন্ত এটাই ছিল বাংলাদেশের বিপক্ষে যে কোন দলের সর্বনিম্ন ইনিংস।
তবে সেই রেকর্ডটিই এবার ভেঙ্গে দিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট করে দিয়ে রেকর্ডটি নতুন করে লিখেছে তারা। পাশাপাশি সফরকারীদের ফলো অনের লজ্জাতেও ফেলেছে সাকিব বাহিনী।

শুধু তাই নয়, নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলো অনে ফেলার নজীরও রেখেছে টাইগাররা। এই কীর্তির পেছনে মূল অবদান ছিল অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের।
কেননা মাত্র ৫৮ রানে ৭ উইকেট নিয়ে একাই ধ্বস নামিয়েছিলেন তিনি ক্যারিবিয়ান শিবিরে। অপরদিকে অধিনায়ক সাকিবও ৩ উইকেট নিয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন দারুণভাবে।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেও অবশ্য সুবিধা করতে পারছে না সফরকারীরা। লাঞ্চ বিরতির আগে ৪ উইকেট খুইয়ে ৪৬ রান সংগ্রহ করেছে তারা। বাংলাদেশের থেকে বর্তমানে তারা পিছিয়ে আছে ৩৫১ রানে।
উল্লেখ্য কয়েকদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফলো অন করানোর সুযোগ থাকলেও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তা নেননি।