মাশরাফিকে ছাড়ালেন মিরাজ

ছবি: মিরাজ, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা টেস্টে উইন্ডিজদের অনেকটা একাই ধ্বসিয়ে দিয়েছেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে বল হাতে ৫৮ রানে ৭ উইকেট শিকার করেন তিনি। ক্যারিয়ার সেরা এই বোলিং ফিগারের মধ্য সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে গিয়েছেন মিরাজ।
টেস্ট থেকে সরে দাঁড়ানো মাশরাফি ৩৬টি টেস্টে ৭৮ উইকেট শিকার করেছিলেন। যেখানে প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১টি উইকেট নিয়ে মিরাজের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৮০টিতে।

তাঁর সামনে এখন রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম এবং সাকিব আল হাসান। অবসরের আগে ৩৩টি টেস্টে ১০০ উইকেট শিকার করেছিলেন রফিক। অপরদিকে তাইজুল ইসলাম চলমান টেস্টে ২টি উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বমোট শিকার করেছেন ৯৬টি উইকেট।
এদিকে বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে অবস্থান করছেন অধিনায়ক সাকিব। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়ে তাঁর উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২০৫টিতে।
উল্লেখ্য ঢাকা টেস্টের আগের দিনই তিন উইকেট নিয়ে পেসার শাহাদাত হোসেনকে রাজিবকে ছাড়িয়ে গিয়েছিলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এবার দারুণ বোলিং করে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নাম লেখালেন তিনি।