নিচের সারির ব্যাটসম্যানরাই ভোগাচ্ছে উইন্ডিজকে

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে উইন্ডিজকে ভুগিয়েছে বাংলাদেশ দলের নিচের সারির ব্যাটসম্যানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও এর পরিবর্তন দেখা যায়নি।
চট্টগ্রাম টেস্ট থেকে ঢাকা টেস্টে টাইগারদের নিচের সারির ব্যাটসম্যানদের দ্রুত না ফেরানোর আফসোস আছে উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকেনের কণ্ঠে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে গণমাধ্যমের সামনে জানান,

'আমার মনে হয় দুই টেস্টের প্রথম ইনিংসেই নিচের সারির ব্যাটসম্যানদের উইকেট দ্রুত নিতে আমরা ভুগেছি এবং এর কারণে আমাদের ভুগতেও হয়েছে।
'আমি আপনার সঙ্গে একমত। কিন্তু প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিচের সারির ব্যাটসম্যানদের আমরা দ্রুতই ফিরিয়ে দিয়েছিলাম।'
উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৩৫ রানে সাত উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত থামে ৩২৪ রানে। আট, নয় ও দশ নম্বর ব্যাটসম্যানরা করেন যথাক্রমে ২২ (মেহেদী হাসান মিরাজ), ২৬ (নাঈম হাসান) এবং ৩৯ (তাইজুল ইসলাম) রান।
ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে অবশ্য সেভাবে রান করেননি তিনজন। মিরাজ ১৮ রান করলেও নাঈম এবং তাইজুল করেন যথাক্রমে ৫ ও ১ রান। এরপরে চলতি ঢাকা টেস্টে আবারও বাংলাদেশ দলের নিচের সারির ব্যাটসম্যানদের রান করতে দেখা গেল।
এই টেস্টে আটে নামা লিটন দাস হাফ সেঞ্চুরি (৫৪) করেছেন। মিরাজ করেছেন ১৮ রান। এছাড়া তাইজুল ২৬ এবং নাঈম করেছেন ১২* রান। এই টেস্টে নিচের সারির ব্যাটসম্যানদের সহায়তায় দলের রান বাড়ানোর দায়িত্ব নেন সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ (১৩৬)।