ভাগ্যের সহায়তায় সেঞ্চুরি পেয়েছিঃ মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাত্র এক ম্যাচ আগেই জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। উইন্ডিজের বিপক্ষে চলতি ঢাকা টেস্টেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। কিছুদিনের ব্যবধানে দুটি সেঞ্চুরি হাঁকানোর কারণ ইতিবাচক মানসিকতা, জানিয়েছেন মাহমুদুল্লাহ।
তবে চলতি ম্যাচে ভাগ্যের অবদান অস্বীকার করছেন না ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার। দশটি চারে সাজানো ১৩৬ রানের অসাধারণ ইনিংসটি নিয়ে কথা বলার সময় জানান,
'ইতিবাচক ব্যাটিং করতে হবে। এতো কিছু আমি চিন্তা করছিলাম না। আমি রান করতে চাচ্ছিলাম। আমার জন্য ওটাই সেরা অপশন ছিল। আমার এভাবেই ব্যাটিং করা উচিত।

'তারপরও আজকে বেশ কয়েকবার আমি ভাগ্যবান ছিলাম। বেশ কয়েকটা সিদ্ধান্ত আমার পক্ষেও গিয়েছে। ওই জিনিসগুলোতে কিছুটা ভাগ্যবান অবশ্যই ছিলাম। তারপরও মনে হয় উন্নতির অনেক জায়গা আছে। কষ্ট করতে হবে আরও।'
উল্লেখ্য, দিনের খেলা শুরু হওয়ার সাত ওভারের মধ্যেই উইন্ডিজের দুটি রিভিউের শিকার হন মাহমুদুল্লাহ। প্রথমবার কিমার রোচের বলে লেগ বিফোরের দাবিতে রিভিউ নিয়েছে উইন্ডিজ।
সেবার অল্পের জন্যই বেঁচে যান মাহমুদুল্লাহ। এর দুই ওভার পরে শারমন লুইসের বলে লেগ বিফোরের জন্য পুনরায় রিভিউ নেয় উইন্ডিজ। সেবারও বেঁচে যান মাহমুদুল্লাহ।
এছাড়া দিনের দ্বিতীয় ওভারে কিমার রোচের আরেকটি বল স্লিপে গেলে ক্যাচ লুফে নেন শিমরণ হেটমায়ার। তবে বলটি কি আগে মাটিতে পড়েছে নাকি হেটমায়ারের আঙুলে স্পর্শ করেছে সেটা পুরোপুরি বোঝা যায়নি।
আম্পায়ার আউট দিলে মাঠ ছাড়তে হতো মাহমুদুল্লাহকে; কিন্তু সেই যাত্রায়ও বেঁচে যান মাহমুদুল্লাহ। অর্থাৎ হাফসেঞ্চুরি পূরণ করার আগেই বেশ কয়েকবার বিপদের সামনে থেকে ফিরে আসেন তিনি।
এছাড়াও বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে মাহমুদুল্লাহর ক্যাচ ফেলে দেন শাই হোপ। যদিও তার দুই বল পরেই ফিরে যান মাহমুদুল্লাহ।