বড় টার্নের মরীচিকায় উইন্ডিজ টপ অর্ডার
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টাইগার স্পিনারদের সামনে বার বার বোকা হয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। উইকেটের ভয়ঙ্কর টার্নের জন্য খেলতে গিয়ে পরাস্ত হয়েছেন বারংবার, বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান। দলের ব্যাটিং বিপর্যয়ের প্রধান কারণ এটিই, মনে করছেন ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়ারিকেন।
দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই আউট হন দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আর্ম বলে হয়েছেন সরাসরি বোল্ড। সাকিবের পর মিরাজের জাদু, তিনিও বোল্ড করেই ফিরিয়েছেন আরেক ওপেনার কাইরন পাওয়েলকে।

স্বল্প বিরতিতে এক একে পাঁচ উইকেট হারায় সফরকারীরা, দলের খাতায় রান মাত্র ২১। সকলেই প্রতিপক্ষের স্পিনারদের টার্নের জন্য খেলতে গিয়েছেন তবে ফিরেছেন একদম বোকা হয়েই। মিরাজ নিয়েছেন তিনটি, আর সাকিবের ঝুলিতে দুটি উইকেট।
ব্যাটসম্যানদের ব্যাটিং বিপর্যয়ের কারণ বলতে গিয়ে দিন শেষে ওয়ারিকেন বলেন, 'আমরা অতিরিক্ত টার্নের জন্য খেলেছি, কিন্তু বল এসেছে সোজা। আমরা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছি। আমাদের আগামীকাল ভালো করতে হবে। যারা আছে ব্যাটসম্যানরা, তাদের দলকে ভালো অবস্থানে পৌঁছে দিতে হবে।'
পরবর্তীতে আর উইকেট না হারালেও এমন লজ্জাজনক অবস্থায় থাকতে চায়নি উইন্ডিজরা, জানিয়েছেন দলের হয়ে ৬ টেস্ট খেলা ওয়ারিকেন। প্রায় দুইদিন ফিল্ডিং করার পর ব্যাটিংয়ে নেমেই ধ্বস, মানতে পারছেন না তিনি।
দলের সামনে অপেক্ষা করছে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ফলো অনে পড়ার দুঃস্বপ্ন। তাই এখান থেকে তাঁদের বাকি ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে, জানিয়েছেন ২৬ বছর বয়সী ওয়ারিকেন।
'এমন অবস্থায় আমরা পড়তে চাই নি, দীর্ঘ সময় ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে নামা। আমরা অল্প রানেও ওদের আউট করতে পারি নি। আমরা আরও ভালো জায়গায় থাকতে চেয়েছিলাম। দল হিসেবে বিষয়টি হতাশার। কিন্তু আমাদের আগামীকাল ফিরতে হবে, ঘুরে দাঁড়াতে হবে।'