আগ্রাসী ব্যাটিংয়ের কারণ নতুন বল

মাহমুদুল্লাহ রিয়াদ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ  দল। বাংলাদেশের বড় সংগ্রহের বড় অবদানটা মাহমুদুল্লাহ রিয়াদের। ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে নেমে অপরাজিত ছিলেন সাকিবের সাথে।


এরপর দ্বিতীয় দিনে সাকিবের সাথে ১১১ রানের জুটি গড়েন। আর লিটন দাসের সঙ্গে তাঁর ৯২ রানের জুটি শক্ত অবস্থানে পৌঁছে দেয় বাংলাদেশকে। নতুন বলের সুবিধা তুলে নিয়েই টাইগাররা দিনের শুরুতে আগ্রাসী হয়েছিল বলে মনে করেন টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।


promotional_ad

"আমি কিছুটা পজেটিভ ছিলাম। আমার মনে হয় নতুন বল থাকাকালীন সময় বল কিছুটা ভালো ব্যাটে আসছিল। ওই সময়টায় স্কোরিং অপশনটা কিছুটা হলেও ভালো ছিল, যেহেতু বল ব্যাটে আসছিল। বল পুরনো হলে স্কোরিং অপশনটা শক্ত হয়ে যায়। আমরা চেয়েছিলাম বাজে বল গুলো কাজে লাগাতে,"


দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আগের দিন ২৩.৩ ওভার খেলে ৬৯ রানে অবিচ্ছিন্ন ছিল সাকিব-রিয়াদের জুটি।


দ্বিতীয় দিনের সকালের সেশনে ৬.৫ ওভারে ৪২ রান যোগ করে এই জুটি। এই জুটিতেই বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩০০ ছাড়ায়। এরপর সাকিব ফিরে গেলে লিটন দাসের সঙ্গে আরেকটি জুটি গড়েন রিয়াদ।


লিটন শুরু থেকেই ক্যারিবিয়ান স্পিনারদের আক্রমণ করে খেলতে থাকেন। ওয়ানডে মেজাজে মাত্র ৫১ বলে তুলে নেন অর্ধশতক। লিটন ফিরেছেন ৫৪ রান করে।


অবশ্য রিয়াদ টেলএন্ডারদের নিয়ে বাকি সময়টা দেখে শুনে খেলে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছেন। তবে, মাহমুদুল্লাহ নতুন বলে আক্রমণাত্মক ব্যাটিংটাকেই দিনের টার্নিং পয়েন্ট মনে করেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball