promotional_ad

বিজয়ের সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের ড্র

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের বিপক্ষে ড্র করেছে দক্ষিণাঞ্চল।


আগের দিনই বোঝা গিয়েছিল শেষদিনে যদি পূর্বাঞ্চলের বোলাররা বিশেষ কিছু না করতে পারে, তাহলে নিশ্চিত ড্র'য়ের পথেই যাবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে তাঁদের ম্যাচটি।


হয়েছেও ঠিক এমনটা। দক্ষিণাঞ্চলের আগের দিনের অপরাজিত ওপেনার শাহরিয়ার নাফিসকে (৮১) শেষ দিনে কোন রান করার সুযোগ না দিয়েই ফিরিয়ে দেন মাহমুদুল হাসান।

এরপরে ফাজলে মাহমুদ ২২ রানে ফিরে যান এনামুল হক জুনিয়রের বলে। দলের রান রখন ১৯৬। তখনও ভাবা হচ্ছিল, ম্যাচে শক্তভাবে ফিরতে পারে পূর্বাঞ্চল। কিন্তু এরপরে ম্যাচটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এনামুল হক বিজয়।


দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তুষার ইমরানের সঙ্গে ৮৯ রানের জুটি গড়ে যখন ফিরে যান তখন বিজয়ের নামের পাশে ১৫টি চার ও একটি ছক্কায় ১৩৩ রান।



promotional_ad

এরপরে ৩১৪ রানের মধ্যে তুষার ইমরান (৪১) সহ মোট পাঁচটি উইকেট হারালেও আর কোন বিপর্যয় ঘটতে দেননি আগের ইনিংসের দুই হাফসেঞ্চুরিয়ান রকিবুল হাসান (২৮*) এবং মেহেদী হাসান (৩৭*)।


শেষমেশ পাঁচ উইকেটে ৩৭৭ রানে থামে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংস। পূর্বাঞ্চলের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন আফিফ হোসেন এবং এনামুল হক জুনিয়র।


ম্যাচ শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-

টসঃ- দক্ষিণাঞ্চল (ফিল্ডিং)


পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ- ৪৭৩/১০
(শামসুর ১৫৩, ইয়াসির আলি ১১২; রাজ্জাক ৫/১৭১)



দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ- ২৫৮/১০ 
(মেহেদী ৮৬, রকিবুল ৬৬, এনামুল জুনিয়র ৪/১২১)


দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ- ৩৭৭/৫ (ফলো অন)
(এনামুল ১৩৩, নাফিস ৮১; আফিফ ২/৮৩)

ফলাফলঃ- ম্যাচ ড্র

পূর্বাঞ্চল একাদশঃ- রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মাহমুদুল হাসান, জাকির হাসান (উইকেটরক্ষক), তাসামুল হক, ইয়াসির আলি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ফরহাদ রেজা (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ।


দক্ষিণাঞ্চল একাদশঃ- শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball