promotional_ad

ব্যাটসম্যানদের পর বোলারদের কাজে সন্তুষ্ট রিয়াদ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো পারফর্মেন্স দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটসম্যানরা শুরুতে যেমন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, বোলাররা শেষটা করেছেন অসাধারণ ভঙ্গিমায়, জানিয়েছেন টেস্টে তৃতীয় শতক হাঁকানো মাহমুদুল্লাহ রিয়াদ।


টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশের ব্যাটসম্যানরা ধৈর্য পরীক্ষায় ভালোভাবেই পাশ করেছে বলে মনে করছেন তিনি। বাউন্ডারি হাঁকানোর চিন্তা না করে এক-দুই রানে দলের খাতায় যোগ করেছে ৫০৮ রান, যা উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় দলীয় সর্বোচ্চ।


বিশেষ করে অভিষেক হওয়া সাদমান ইসলামের ব্যাটিং মন জয় করে নিয়েছে রিয়াদের। টেস্ট মেজাজে ১৯৯ বলে ৭৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেছেন তিনি। তবে তিনি একা নন বাংলাদেশের সব ব্যাটসম্যানই শুরুটা ভালো করেছিলেন বলে মনে করছেন রিয়াদ।


promotional_ad

এরপর অধিনায়ক সাকিব আল হাসানের ইনিংসটাকে গুরুত্ব দিয়েছেন সহঅধিনায়ক। এই উইকেটে ১৩৯ বলে ৮০ রানের ইনিংস খেলা সহজ ছিল না বলে উল্লেখ করেছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফর্মেন্সে মুগ্ধ রিয়াদ।


'আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো ব্যাটিং করেছে। আপনি যদি আমাদের স্কোরকার্ড দেখেন, সবাই ডাবল ফিগারে গিয়েছে। আমার ইনিংসটা একটু বড় হয়েছে, সাকিবের ইনিংসটা বড় হয়েছে। সাদমান খুব ভালো ব্যাটিং করেছে। আর সবার শুরুটাই ভালো ছিল। তারপরও আমি বলবো, উইকেট ওতটা সহজ ছিল না, রান তোলার দিক থেকে। অনেক ধৈর্য নিয়েই খেলতে হয়েছে।


'আপনি যদি দেখেন, খুব একটা চার হয়নি। বাউন্ডারিও বেশ বড় ছিল, আপনাকে খালি জায়গা দেখে জোরে শট করতে হবে, যেটা কঠিন ছিল। ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আর সবাই অনেক ধৈর্য নিয়ে ব্যাট করেছে। সাকিবের ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সাদমানের ইনিংসটাও। শুরুটা গুরুত্বপূর্ণ ছিল, সাদমান সত্যিি ভালো ব্যাটিং করেছে। বুঝাই যায় নি ও প্রথম ম্যাচ খেলছে, মানে খুবই গোছানো ছিল,' টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন রিয়াদ।


ব্যাটসম্যানদের পর দায়িত্ব পালনে একবিন্দু কার্পণ্য করেনি টাইগার বোলাররা। ১২৮ বছরের রেকর্ডে নাম বসিয়েছেন তাঁরা, ২১ রানে সাকিব-মিরাজ দুইজনে বোল্ড করে ফিরিয়েছেন প্রথম পাঁচ ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের।


সাকিব নিয়েছেন দুইটি এবং মিরাজ নিয়েছেন তিনটি। দ্বিতীয় দিনের শেষ সেশনে এমন দুর্দান্ত বোলিং বোলারদের আরও আত্মবিশ্বাস দিচ্ছে, জানিয়েছেন রিয়াদ। 


'আর যদি বোলিংয়ের দিক বলি, আমার মনে হয় আমরা ভালো জায়গায় বল করেছি আজ। সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা চেয়েছিলাম দুই তিনটা উইকেট নিয়ে এগিয়ে যেতে। এখানে আধা ঘণ্টায় আজ পাঁচটা উইকেট পড়েছে। এই বিষয়টা আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে।'


দিন শেষে শিমরন হেটমায়ার এবং শেন ডওরিচের জুটিতে আর কোন উইকেট হারায়নি সফরকারীরা। দলীয় ৭৫ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছেন ওয়েস্ট ইন্ডিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball