'মন্থর' শতকে চতুর্থ মাহমুদুল্লাহ

ছবি: মাহমুদুল্লাহ রিয়াদ, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে ১৩৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে নিজের তৃতীয় এই শতকটি হাঁকাতে রিয়াদ সময় নিয়েছেন ৩২৭ মিনিট। যা কিনা বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ মন্থরতম।

এর আগে ২০০০ সালে সর্বপ্রথম মন্থরতম শতক হাঁকিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ভারতের বিপক্ষে সেই ম্যাচে শতক তুলে নিতে ৩৮৯ মিনিট সময় লেগেছিল তাঁর।
এরপর মন্থর শতক হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২০১৭ সালে ভারতের বিপক্ষে ৩৪৩ মিনিট ক্রিজে থেকে শতক হাঁকানোর কীর্তি গড়েন তিনি।
সাবেক টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আছেন তিন নম্বরে। ২০০৪ সালে উইন্ডিজদের বিপক্ষে শতক হাঁকাতে ৩৩৪ মিনিট সময় নিয়েছিলেন তিনি।
উল্লেখ্য মাহমুদুল্লাহ রিয়াদের এই বীরোচিত শতকের সুবাদে উইন্ডিজদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫০৮ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা।