ইমার্জিং কাপের জন্য আফগানদের দল ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরানকে অধিনায়কের দায়িত্ব দিয়ে দল ঘোষণা করেছে বোর্ড।
এছাড়া ঘোষিত এই স্কোয়াডে রয়েছেন আফগান জাতীয় দলের আরও তিন ক্রিকেটার করিম জানাত, ইহসানুল্লাহ জানাত এবং ওয়াফাদার মোমান্দ।
টুর্নামেন্টে গ্রুপ 'এ' তে রয়েছে আফগানিস্??ান। যেখানে তাঁদের সাথে রয়েছে টুর্নামেন্টের সহকারী আয়োজক দেশ শ্রীলঙ্কা। এছাড়া আছে ভারত এবং ওমান।

গ্রুপ 'বি' তে রয়েছে আরেক সহকারী আয়োজক দেশ পাকিস্তান। সাথে আছে বাংলাদেশ, হংকং এবং আরব আমিরাত। ৭ই ডিসেম্বর কলম্বোতে শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানরা।
এরপর ৮ তারিখ স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে খেলবে জাদরানের দল। একদিন বিরতির পর ১০ই ডিসেম্বর ওমানের মুখোমুখি হবে দলটি।
ইমার্জিং কাপে আফগানিস্তান স্কোয়াড-
নাজিবুল্লাহ জাদরান (অধিনায়ক), ইহসানুল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমতউল্লাহ গুরবাজ, নাসির জামাল, দারউইশ রাসুলি, শহীদ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), করিম জানাত, জিয়া আকবর, ফজল হক, ওয়াফাদার মোমান্দ, জহির খান এবং কাইস আহমেদ।
রিজার্ভ ক্রিকেটারঃ
বাহির শাহ, জিয়া-উর-রহমান শরিফি এবং ওয়াকার সালামখেইল