নিজেদের রেকর্ড ভাঙ্গা হল না সাকিবদের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস এবং অভিষিক্ত সাদমান ইসলামের অর্ধশতকের পর সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শতকে ৫০৮ রানের সংগ্রহ করেছে টাইগাররা।
টেস্টের প্রথম ইনিংসে ১৫৪ ওভার খেলে সব'কটি উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ৫০০ পেরোনো ইনিংসের মধ্যে এটা অষ্টম।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৫৫৬ রানের। ২০১২ সালে ঢাকায় ১৪৮.৩ ওভার খেলে এই রান নিয়েছিল টাইগার ব্যাটসম্যানরা।
তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ ক্যারিবিয়ানদের মাটিতেই। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ২০০৪ সালে ১৩৫.৩ ওভার খেলে ৪১৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ দল।
২০১২ সালে খুলনায় উইন্ডিজদের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ দলীয় রান করেছিল টাইগাররা। ৯১.১ ওভার খেলে ৩৮৭ রান নিতে সক্ষম হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে পঞ্চম দলীয় সর্বোচ্চ রান এসেছিল চট্টগ্রামে। ২০১১ সালে ১২২.৪ ওভারে ৩৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে দিয়েছিল টাইগাররা, নয় উইকেট পড়েছিল সেই ইনিংসে।