promotional_ad

নিজেদের রেকর্ড ভাঙ্গা হল না সাকিবদের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

 || ডেস্ক রিপোর্ট ||


ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস এবং অভিষিক্ত সাদমান ইসলামের অর্ধশতকের পর সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শতকে ৫০৮ রানের সংগ্রহ করেছে টাইগাররা।


টেস্টের প্রথম ইনিংসে ১৫৪ ওভার খেলে সব'কটি উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ৫০০ পেরোনো ইনিংসের মধ্যে এটা অষ্টম।


promotional_ad

ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৫৫৬ রানের। ২০১২ সালে ঢাকায় ১৪৮.৩ ওভার খেলে এই রান নিয়েছিল টাইগার ব্যাটসম্যানরা।


তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ ক্যারিবিয়ানদের মাটিতেই। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ২০০৪ সালে ১৩৫.৩ ওভার খেলে ৪১৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ দল।


২০১২ সালে খুলনায় উইন্ডিজদের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ দলীয় রান করেছিল টাইগাররা। ৯১.১ ওভার খেলে ৩৮৭ রান নিতে সক্ষম হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা।


ক্যারিবিয়ানদের বিপক্ষে পঞ্চম দলীয় সর্বোচ্চ রান এসেছিল চট্টগ্রামে। ২০১১ সালে ১২২.৪ ওভারে ৩৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে দিয়েছিল টাইগাররা, নয় উইকেট পড়েছিল সেই ইনিংসে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball