promotional_ad

শাহাদাতকে টপকে শীর্ষ পাঁচে মিরাজ

মেহেদি হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের বিপক্ষে ঢাকা টেস্টে শাহাদাত হোসেনকে রাজিবকে ছাড়িয়ে গিয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ ওভারে নিজের তৃতীয় বলে ওপেনার কাইরন পাওয়েলকে বোল্ড করে সাজঘরে পাঠান এই অফ স্পিনার।


আর এরই সাথে শাহাদাতকে টপকে সেরা উইকেট শিকারিদের তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন মিরাজ। পাওয়েলকে ফেরানোর পর অবশ্য দশম ওভারের তৃতীয় বলে রস্টন চেজকেও বোল্ড করেন তিনি। 


ফলে এখন পর্যন্ত চলমান টেস্টটি সহ ১৮ ম্যাচে টাইগার স্পিনারের শিকার ৭৪টি উইকেট। এর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলা পেসার শাহাদাত ৩৮টি টেস্টে শিকার করেছিলেন ৭২টি উইকেট।



promotional_ad

​​​​​​কয়েকদিন আগে উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে তিন উইকেট শিকার করে শাহাদাতের পাশে উঠে এসেছিলেন মিরাজ। এবার এই পেসারকেও টপকে গেলেন তিনি। 


বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে অবস্থান করছেন অধিনায়ক সাকিব আল হাসান। বলা যায় অনেকটা ধরা ছোঁয়ার বাইরেই আছেন তিনি। 


কেননা চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট শিকার করে ২০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন তিনি। উইন্ডিজদের বিপক্ষে চলমান টেস্টে এখন পর্যন্ত ২টি উইকেট শিকার করে তাঁর উইকেট সংখ্যা ২০৩টি। 


সাকিবের পর তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছেন যথাক্রমে মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম এবং মাশরাফি বিন মর্তুজা। ৩৩টি টেস্টে ১০০ উইকেট শিকার করেছিলেন রফিক অবসরের আগে।



অপরদিকে তাইজুল এখন পর্যন্ত ২২টি টেস্টে ৯৪ উইকেট নিয়েছেন। আর টেস্ট থেকে সরে দাঁড়ানো মাশরাফির শিকার ছিল ৩৬টি টেস্টে ৭৮ উইকেট।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball