ডেল স্টেইনের বাজি অজিদের পক্ষে

ছবি: অস্ট্রেলিয়া দল, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা ডেল স্টেইন। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারনা না থাকলেও অজিদের মাটিতে ভারতের পূর্বের পরিসংখ্যানের কথা বিবেচনা করে এমন মতামত দিয়েছেন এই প্রোটিয়া।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে মোট ৪৪টি টেস্ট খেলেছে ভারত। যেখানে মাত্র ৫টিতে জয় পেয়েছে সফরকারীরা এবং ২৮টিতেই জয়ী দল অস্ট্রেলিয়া। সুতরাং স্বাগতিকদের পক্ষেই বাজি ধরছেন স্টেইন। ক্রিকেট ডট কম ডট এউকে তিনি বলেছেন,

'আমি অস্ট্রেলিয়ার পক্ষেই যাব, শুধুমাত্র ভারতের বিপক্ষে তাঁদের পূর্বের পরিসংখ্যানের বিষয় বিবেচনা করে। ভারত এবছর যে পরিমাণ সফর করেছে তাতে করে তাদের ক্রিকেটার অনেকটাই ক্লান্ত।'
চলতি বছর ইংল্যান্ড সফরে গিয়ে বেশ বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। ইংল্যান্ডের কন্ডিশনে ভারতীয় বোলাররা একেবারেই সুবিধা করতে পারেননি। ফলে স্বাগতিকদের কাছে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ তারা হেরেছিল ৪-০ তে। ইংল্যান্ডের মাটিতে খেলতে গেলে ইংলিশদের পক্ষেই বাজি রাখবেন বলে জানিয়েছেন স্টেইন,
'ইংল্যান্ডের মাটিতেও আমি ইংল্যান্ডের পক্ষে বাজি ধরব ভারতকে পরাজিত করার ক্ষেত্রে। আমি ভেবেছিলাম ইংলিশদের বোলিং ভারতকে ভোগাবে, কিন্তু উল্টো ভারতের বোলিং দেখেই আমি অবাক হয়েছি এবং তারা যদি এভাবে নিস্প্রভ বোলিং করতে থাকে তাহলে এই ধরণের কন্ডিশনে বিপাকে পড়বে আবারও', বলেন এই প্রোটিয়া।
উল্লেখ্য আগামী ৬ই ডিসেম্বর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারী ভারত।