১১ বার শতক বঞ্চিত সাকিব!

ছবি: সাকিব আল হাসান, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত মোট ১১ বার ৮০ রানের কোটা পার করে আউট হয়েছেন সাকিব আল হাসান।
উইন্ডিজদের বিপক্ষে চলমান ঢাকা টেস্টেই এর সর্বশেষ নজীর দেখিয়েছেন টাইগার অধিনায়ক। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে নিজের প্রথম ইনিংসে ৮০ রানে আউট হন সাকিব।

সাকিবের পর ৮০ রানের কোটা পার করে আউট হওয়ার তালিকার দ্বিতীয়তে আছেন ওপেনার তামিম ইকবাল। টেস্টে এখন পর্যন্ত ৬ বার শতক বঞ্চিত হয়েছেন তিনি।
এছাড়াও উইকেটরক্ষক মুশফিক ৫ বার এবং সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার ৩ বার ৮০ রানের কোটা পার করে ফিরেছেন সাজঘরে।
তবে টেস্টের এই তালিকায় সবার ওপরে থাকলেও তিন ফরম্যাটের ক্রিকেটে দ্বিতীয়তে অবস্থান সাকিবের। এখন পর্যন্ত সর্বমোট ১৫ বার ৮০'র ঘর থেকে ফিরেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে।
এই তালিকার শীর্ষে আছেন তামিম ইকবাল। ১৬ বার শতকের কাছে গিয়ে ফিরেছেন তিনি। অপরদিকে মুশফিকুর রহিম ১১ বার এবং সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম ৫ বার এই আক্ষেপে পুড়েছেন।
উল্লেখ্য এখন পর্যন্ত চলমান টেস্টটি সহ ৫৫টি ম্যাচে সাকিব আল হাসান সংগ্রহ করেছেন ৩৯.৬৫ গড়ে ৩৮০৭ রান। তাঁর রয়েছে ৫টি শতক এবং ২৪টি অর্ধশতক।