promotional_ad

পাকিস্তানকে দুঃসংবাদ দিলেন ফখর জামান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিন আফ্রিকা সিরিজের আগেই পাকিস্তানকে দুঃসংবাদ দিলেন ওপেনার ফখর জামান। হাঁটুর ইনজুরিতে পড়ায় বাঁহাতি এই ওপেনারকে সিরিজের শুরু থেকে পাচ্ছেনা পাকিস্তান। জানা গিয়েছে, তাঁর মাঠে ফিরতে সময় লাগতে পারে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ।


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। তবে ইনজুরি থেকে সেরে উঠলে সিরিজের বাকি দুই টেস্টে তাঁকে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে তাঁরা।


promotional_ad

গেল অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডান হাঁটুতে চোট পান ফখর। পরবর্তীতে ম্যাচ শেষে দলের ফিজিওকে চোটের ব্যাপারেও জানান। কিন্তু এই ব্যথা নিয়েই পরবর্তীতে খেলা চালিয়ে যান তিনি।


কিন্তু এরপরও ব্যথা অনুভূত হতে থাকলে বাঁহাতি এই ওপেনার সিদ্ধান্ত নেন মাঠের বাইরে থাকার। যেকারণে কিউইদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও নেই তিনি। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ফখর।


লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাঁর। মঙ্গলবার হাঁটুর বর্তমান অবস্থা জানতে পরীক্ষা করান হবে বলে জানিয়েছে পিসিবি। পরীক্ষার পরই পুরোপুরি জানা যাবে মাঠে ফিরতে কতদিন লাগতে পারে তাঁর।


চলতি মাসে দক্ষিন আফ্রিকার মাটিতে সিরিজ খেলতে যাবে পাকিস্তান দল। সেখানে তিনটি টেস্ট ছাড়াও পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আর তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সরফরাজ আহমেদের দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball