চুক্তি নবায়ন হচ্ছে না রমেশ পাওয়ারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মূলত মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় মেয়েদের অন্তর্বর্তীকালিন কোচের দায়িত্ব পেয়েছিলেন রমেশ পাওয়ার। বিশ্বকাপ শেষ, আর এই শুক্রবারে চুক্তির মেয়াদও শেষ তাঁর। আর বিতর্কিত এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ইতিমধ্যেই মেয়েদের জন্য নতুন কোচ চেয়ে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে বলেছে তাঁরা। কোচিং পদে আগ্রহীদের ডিসেম্বরের ১৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তাঁরা।

উল্লেখ্য, আইসিসি মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দল থেকে মিতালী রাজের বাদ পড়ার পর থেকেই আলোচনায় নতুন করে আসেন পাওয়ার।
মিতালীর দাবি, তাঁর সঙ্গে ভাল আচরণ করেননি পাওয়ার এবং ইচ্ছে করেই তাঁকে বাদ দিয়েছেন পাওয়ার। এসব অভিযোগ মিথ্যা বলেই দাবি করেছেন পাওয়ার।
সঙ্গে মিতালীর দিকে পাল্টা অভিযোগ তুলে দেন তিনি। ভারতীয় মিডিয়ার দাবি মিতালীর সঙ্গে বিরোধের কারণেই পাওয়ারের সঙ্গে মেয়াদ বাড়াচ্ছে না বিসিসিআই।
এছাড়াও সম্ভাব্য কোচ কে হবেন সেই গুঞ্জনেও মুখরিত ভারতীয় মিডিয়া। এখন পর্যন্ত টম মুডি এবং ডেভ হোয়াটমোরের নাম প্রকাশ করেছে তাঁরা।