রোহিতের চেয়ে এগিয়ে পৃথ্বীঃ ভন

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ রোহিত শর্মার থেকে কয়েক মাস আগে অভিষেক হওয়া পৃথ্বী শ'কে এগিয়ে রাখছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই গোড়ালির ইনজুরিতে পড়েছেন ভারতের টেস্ট ওপেনার পৃথ্বী শ।
এই ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী। গুঞ্জন শোনা যাচ্ছে রোহিতকে টেস্ট দলে ডাকতে পারে ভারত। হয়তো এরই সমালোচনা টুইটারে করেছেন ভন।
টুইটারে তিনি লিখেছেন, 'এটা খুবই লজ্জার ব্যাপার হবে যদি পৃথ্বী শ অজিদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি না খেলতে পারে। সে একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার।

'ব্যক্তিগতভাবে আমি টপ অর্ডারে রোহিত শর্মার বদলে তাঁকে দেখতে চাইবো। সে বেশ ভালো, টেস্ট ক্রিকেটের গুরুজন হতে তাঁর বেশি দেরি নেই।'
উল্লেখ্য, ভারতের ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলের অপরিহার্য সদস্য হলেও টেস্ট ক্রিকেটে বিবেচনাই করা হয় না রোহিতকে। ভারতের জার্সিতে ১৯৩টি ওয়ানডে এবং ৯০টি টি-টুয়েন্টি খেলার পাশাপাশি রোহিত খেলেছেন মাত্র ২৫ টি টেস্ট।
অপরদিকে ১৯ বছর বয়সী পৃথ্বী এখন পর্যন্ত মাত্র দুইটি টেস্ট ম্যাচে খেললেও আলো ছড়িয়েছেন। এখনই ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচিন টেনডুলকারের সঙ্গে তুলনা করা হয় তাঁকে।
ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়া পৃথ্বীর কোন বদলি এখনও ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একটি সুত্রে জানা গিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা বরাবরই দারুণ পারফর্মেন্স করে থাকায় এবারের টেস্ট দলে ডাক পেতে পারেন তিনি।
এছাড়া বোর্ডের আরেকটি সুত্রে জানা গিয়েছে পৃথ্বী না থাকায় অজিদের বিপক্ষে ওপেনিং করবেন লোকেশ রাহুল এবং মুরলি বিজয়।