ঢাকা টেস্টের উইকেট ব্যাটিং সহায়কঃ বিশু

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজ স্পিনার দেবেন্দ্র বিশু ঢাকা টেস্টের উইকেটকে ব্যাটিং সহায়ক উইকেট আখ্যা দিচ্ছেন। উইকেটে টার্ন থাকলেও সেটা ব্যাটিং কঠিন করে তোলার মত নয়।
বাংলাদেশ দল ঢাকা টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলেছে। দিনের সবচেয়ে বড় জুটিটি এসেছে শেষ সেশনে। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ষষ্ট উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেছেন।

এছাড়া মোহাম্মদ মিঠুনকে নিয়ে সাদমানের গড়া জুটি থেকে ৬৪ রান পেয়েছে বাংলাদেশ। উপরের সারির ব্যাটসম্যানদের সবাই উইকেটে জমে গিয়ে নিজেদের ভুলে সাজঘরে ফিরে গেছেন। ভয়ঙ্কর স্পিনে আউট হন নি কেউই। প্রথম দিনে দুই উইকেট তুলে নেয়া বিশু বলেছেন,
'পিচ গত টেস্টের থেকে ভালো। কিছুটা মন্থর তবে অপেক্ষাকৃত ফ্ল্যাট বলা চলে। এই উইকেট ব্যাটিং সহায়ক। দেখার বিষয় কতক্ষণ এমন থাকে। দিন শেষে আমাদের আরও দুইটি উইকেট নেয়া উচিত ছিল। তবে ২৫৯-৫ আমাদের কঠোর পরিশ্রমের ফসল। আমাদের আগামীকাল দুটি উইকেট নিতে হবে, তাহলে নিচু সারির ব্যাটসম্যানদের বল করা যাবে।'
প্রথম ইনিংসে এখন পর্যন্ত ১৯ ওভার বল করা বিশুর ধারণা, দ্বিতীয় দিন ও তৃতীয় দিনও উইকেট অপেক্ষাকৃত ব্যাটিং সহায়ক থাকবে। তাঁর ভাষায়,
'উইকেট টেস্টের প্রথম তিন দিন ভাঙ্গবে না। ব্যাটসম্যানদের পক্ষে কথা বলবে। তৃতীয় দিন বিকেল বেলা থেকে কেমন আচরণ করে সেটাই দেখার বিষয়।'