promotional_ad

নাফিস-এনামুলে ড্র'য়ের স্বপ্ন দক্ষিণাঞ্চলের

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন শেষে এনামুল হক বিজয় ও শাহরিয়ার নাফিসের ব্যাটে ফলো অনে পড়া দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের চেয়ে এখনও ৮০ রানে পিছিয়ে আছে, হাতে আছে দশটি উইকেট।


দ্বিতীয় ইনিংসে দলটির সংগ্রহ বিনা উইকেটে ১৩৫ রান। এনামুল করেছেন ৪৬* রান। সঙ্গে সেঞ্চুরির প্রহর গুনছেন নাফিস (১২ চারে ৮১* রান)। শেষদিনে যদি পূর্বাঞ্চলের বোলাররা বিশেষ কিছু না করতে পারেন, তাহলে নিশ্চিত ড্র'য়ের পথে এগিয়ে যাচ্ছে ম্যাচটি।


আগের দিন নিজেদের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ১৩ রান যোগ করতেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে দক্ষিণাঞ্চল, দিনের শেষপর্যন্ত তাঁরা হারিয়েছিল চার উইকেট। 



promotional_ad

তৃতীয় দিনের শুরুর ভাগে ফিরে যান দলের উইকেটরক্ষক নুরুল হাসান (২২)। ৯২ রানে পাঁচ উইকেট হারানো দক্ষিণাঞ্চলকে টেনে তোলার দায়িত্ব নেন মেহেদী হাসান এবং আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রকিবুল হাসান।


ছয়টি চার ও একটি ছক্কায় ৬৬ রানে রকিবুল ফিরে গেলেও শেষ উইকেটে হিসেবে মাঠ ছেড়েছেন মেহেদী। ১১ চার ও দুটি ছক্কায় ৮৬ রান করে দলকে আড়াই'শ রানের বেশি (২৫৮ রান) এনে দিয়ে মাঠ ছাড়েন মেহেদী। 


দক্ষিণাঞ্চলের লেজের সারির চারজন ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে পাঠিয়েছেন স্পিনার এনামুল হক জুনিয়র। মাহমুদুল হাসান নিয়েছেন তিনটি উইকেট।  


নিজেদের প্রথম ইনিংসে শামসুর রহমান শুভ (১৫৩) ও ইয়াসির আলির (১১২) সেঞ্চুরিতে ৪৭৩ রানের বিশাল সংগ্রহ গড়েছিল পূর্বাঞ্চল।



তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ-
দক্ষিণাঞ্চল (ফিল্ডিং)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ- ৪৭৩/১০
(শামসুর ১৫৩, ইয়াসির আলি ১১২; রাজ্জাক ৫/১৭১)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ- ২৫৮/১০ 
(মেহেদী ৮৬, রকিবুল ৬৬, এনামুল জুনিয়র ৪/১২১)
দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ- ১৩৫/০ (ফলো অন)
(নাফিস ৮১*, এনামুল ৪৬*; আফিফ ০/৫)
ফলো অনে পড়া দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের চেয়ে এখনও ৮০ রানে পিছিয়ে আছে, হাতে আছে দশটি উইকেট।


পূর্বাঞ্চল একাদশঃ- রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মাহমুদুল হাসান, জাকির হাসান (উইকেটরক্ষক), তাসামুল হক, ইয়াসির আলি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ফরহাদ রেজা (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ।


দক্ষিণাঞ্চল একাদশঃ- শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball