promotional_ad

অভিষেকে সেঞ্চুরি চেয়েছিলেন সাদমান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অভিষেক ম্যাচে সব ব্যাটসম্যানেরই চাওয়া থাকে সেঞ্চুরি হাঁকানোর। ঢাকা টেস্টে অভিষেক হওয়া সাদমান ইসলাম অনিকও একই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু শতক মিস করলেও বিষয়টি নিয়ে হতাশ নন তিনি। তবে দলকে আরও বেশী কিছু দিতে পারতেন জানিয়ে বিষয়টি নিয়ে আক্ষেপ করেছেন এই ওপেনার।


দলের প্রয়োজন যেমন ব্যাট করা দরকার ছিল তেমনই ব্যাট করার চেষ্টা করেছেন সাদমান। সেই সঙ্গে জানিয়েছেন, অভিষেকে সেঞ্চুরি চেয়েছিলেন তিনি। ৭৬ রান করে সাজঘরে ফেরা এই ওপেনার সংবাদ সম্মেলনে এসে জানালেন, 


promotional_ad

'এমন কোনো হতাশা নেই ....একটু তো  সবারই চাওয়া থাকে। অভিষেক ম্যাচে শতকের চাওয়া তো সবারই থাকে। ওরকম কোনো হতাশা নেই। 


চেষ্টা করেছি দলের জন্য যতটুকু দেওয়ার দরকার ছিল আমি সেরকম ব্যাটিং করেছি। হয়তো পুরোটা করতে পারিনি। যেরকম দরকার ছিল শেষ করতে পারিনি। আমার মনে হয় আরেকটু দিতে পারতাম দলকে।'


এদিকে পুরো ইনিংস জুড়ে দেখে শুনে খেলেছেন সাদমান। কিন্তু দেবেন্দ্র বিশুর বলে লেগ বিফরের ফাঁদে পরতে হয়েছিল তাঁকে। নিজের আউটের ব্যাপারে বাঁহাতি এই ওপেনার আরও জানালেন, 


'আমি একটু লাইন মিস করেছি। যেরকম টার্ণ করার কথা ছিল ওরকম টার্ণ করেনি। হয়তো এ কারণে মিস করে ফেলেছি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball