একটি টেস্টেও অস্ট্রেলিয়াকে জয়ী দেখছেন না জোন্স!

ছবি: ডিন জোন্স, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডিন জোন্স মনে করেন ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের লজ্জায় পড়তে হবে অজিদের। ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে সফরকারীদের বিপক্ষে দাঁড়াতেই পারবে না স্মিথ, ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়া বলে উল্লেখ করেছেন জোন্স।
তাঁর মতে বর্তমানে অস্ট্রেলিয়ার থেকে শতগুণে ভালো দল ভিরাট কোহলির ভারত। সিডনি মর্নিং হেরাল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ডিন জোন্স জানিয়েছেন নিজ দেশকে একটি ম্যাচেও এগিয়ে রাখছেন না তিনি। সাবেক এই ক্রিকেটার বলেছেন,
'আমি মনে করছি ফলাফল ভারতের পক্ষে যাবে এবং তারা ২-০ কিংবা ৩-০ তে সিরিজ জিতবে। আমি অস্ট্রেলিয়াকে একটি টেস্টেও কোনো জায়গায় বিজেতা হিসেবে দেখতে পারছি না।'

ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব এই সিরিজে হাড়েহাড়ে উপলব্ধি করবে অস্ট্রেলিয়া বলেও মনে করছেন ৫২টি টেস্ট এবং ১৬৪টি ওয়ানডে খেলা জোন্স। তাঁর ভাষায়,
'সাধারণত অস্ট্রেলিয়া যখন তাদের ঘরের মাটিতে খেলে তাদেরকে পরাজিত করা বেশ কঠিন। কিন্তু দলটিতে এখন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটার নেই, যারা কিনা ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ রান করতো। সুতরাং অস্ট্রেলিয়াকে জয়ী করতে এগিয়ে আসবে কারা?'
জোন্সের আরও মনে করেন বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা ভারত যদি এই সিরিজটি জিততে না পারে তাহলে আর কখনোই হয়তো পারবে না অজিদের মাটিতে। নাজুক অস্ট্রেলিয়াকে হারানোর জন্য এটাই তাদের শেষ সুযোগ উল্লেখ করে তিনি বলেন,
'ভারত যদি এই সিরিজটি জিততে না পারে তাহলে আর কখনোই অস্ট্রেলিয়ায় জয় পাবে না। ভারত অস্ট্রেলিয়ার থেকে তিন ফরম্যাটেই মাইল দূরত্বে অবস্থান করছে।'
উল্লেখ্য ঘরের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজটি ২-০ তে জিতেছিল ভিরাট কোহলির ভারত। সুতরাং পূর্ণআত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে তারা। কিন্তু মুদ্রার উল্টো পিঠ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টটি ১-০ তে হেরেছিল তারা।
সূত্র- পিটিআই