লায়নকে অনুকরণ করা বোকামি হবেঃ অশ্বিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে সফল হওয়ার জন্য অজি স্পিনার নাথান লায়নের ভিডিও ফুটেজ থেকে দিক্ষা নিচ্ছেন স্পিনার রবিচন্দ্র অশ্বিন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বোলিংয়ে সফলতা পেতেই এই পদ্ধতি বেঁছে নিয়েছেন তিনি। তবে ফুটেজ দেখলেও লায়নকে পুরোপুরি অনুকরণ করা বোকামি হবে বলে মনে করেন অশ্বিন।
দুইজনের অ্যাকশন, রিলিজ পয়েন্ট ভিন্ন এবং ক্রিজ ব্যবহার করার মধ্যেও পার্থক্য রয়েছে। কারণ ডানহাতি ব্যাটসম্যানকে স্ট্যাম্পের খুব কাছ থেকে বোলিং করেন অশ্বিন এবং লায়ন অফ স্ট্যাম্পের থেকে একটু দূর থেকে বল রিলিজ করে থাকেন।

এসব দিক মাথায় রেখেই অশ্বিন জানালেন, লায়নের অ্যাকশন অনুকরণ করা যেমন কঠিন তাঁর কাছে তেমনই বিষয়টি করলে বোকামি হবে। নিজের শক্তির উপর অটল থেকেই অস্ট্রেলিয়ায় সফল হতে চান এই ডানহাতি স্পিনার। অশ্বিন বলেন,
'আরেকজনের বোলিং অ্যাকশন অনুকরণ করা কঠিন যেকারও কাছেই। এখানে অ্যাকশন এবং শারীরিক গঠনের কিছু বিষয় রয়েছে। তাই নিজের শক্তির জায়গাটায় অটল থাকতে হবে। আপনি যদি ইশান্তকে বলেন ফিল্যান্ডারের মতো বোলিং করতে তাহলে তো হবেনা।'
এছাড়া অশ্বিন বিশ্বাস করেন, নিজের শক্তির উপর বিশ্বাস রাখলে যেকোন জায়গায় সফল হওয়া যায়। তাই একই ভাবে সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে নতুন কিছু রপ্ত করা উচিত। তিনি আরও বলেন,
'নিজের শক্তির উপর সবসময়ই আস্থা রাখতে হবে। আর এটাইয়া আমাকে টেস্টে ৩৫০'র মতো উইকেট নিতে সাহায্য করেছে। আর তার অ্যাকশন এবং শক্তিই তাঁকে ৩০০ উইকেট এনে দিয়েছে। তবে এটা গুরুত্বপূর্ণ যে সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে নতুন কিছু রপ্ত করে নেয়া।'