তামিম, বেলিমদের ছাড়িয়ে গেলেন সাদমান

ছবি: সাদমান ইসলাম অনিক

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজের অভিষেক টেস্টেই অর্ধশতক হাঁকিয়েছেন ২৩ বছর বয়সী ওপেনার সাদমান ইসলাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩ রানে ক্রিজে অপরাজিত আছেন তিনি।
এরই সাথে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের দিক থেকে তামিম ইকবাল, জাভেদ ওমর এবং হান্নান সরকারকে ছাড়িয়ে গিয়েছেন সাদমান। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন ওপেনার তামিম।
অপরদিকে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ইনিংসে ৬২ রান করেন জাভেদ ওমর বেলিম। আর আরেক সাবেক ওপেনার হান্নান সরকার ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রান করেছিলেন নিজের প্রথম ইনিংসেই।

অভিষেকে টেস্টের প্রথম ইনিংসে সেরা ইনিংস (বাংলাদেশ)
১। সাদমান ইসলাম অনিক- ৬৩*
২। জাভেদ ওমর বেলিম- ৬২
৩। হান্নান সরকার- ৫৫
৪। তামিম ইকবাল- ৫৩
৫। শামসুর রহমান- ৩৩