বড় ধাক্কা খেল ভারত

ছবি: পৃথ্বী শ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন ভারতীয় ওপেনার পৃথ্বী শ। আর এই ইনজুরিই তাঁকে ছিটকে দিয়েছে আগামী ৬ই ডিসেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রথম টেস্ট থেকে।
প্রস্তুতি ম্যাচটিতে খেলার সময় ১৫তম ওভারে ইনজুরির শিকার হয়েছিলেন পৃথ্বী শ। এর পরপরই তাঁকে মাঠ ছাড়তে হয়। তবে এখনও পৃথ্বীর কোন বদলি ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এক্ষেত্রে ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান না থাকায় অজিদের বিপক্ষে ওপেনিং করবেন লোকেশ রাহুল এবং মুরলি বিজয়। এদিকে পৃথ্বীর ছিটকে পড়া প্রসঙ্গে একটি বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, 'ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলার সময় একটি ক্যাচ ধরতে গিয়ে বাঁ গোড়ালির ইনজুরিতে পড়েন ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ।'
সেই বিবৃতিতে আরও বলা হয়, 'তাঁর (পৃথ্বী) স্ক্যান রিপোর্ট জানিয়েছে লিগামেন্টের ইনজুরিতে ভুগছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁকে একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।'
উল্লেখ্য নিজের অভিষেক টেস্টেই উইন্ডিজদের বিপক্ষে শতক হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছিলেন পৃথ্বী। সুতরাং তরুণ এই প্রতিভাবান ব্যাটসম্যানকে হারানো নিঃসন্দেহেই যে বড় ধাক্কা ভারতীয় দলের জন্য তা বলাই বাহুল্য।