মার্করামকে টপকে সেরা পাঁচে মমিনুল

ছবি: মমিনুল হক

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৯ রান করেছেন টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। আর এরই সাথে চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন তিনি।
এর মাধ্যমে তিনি টপকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এইডেন মার্করাম এবং শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নেকে। চলমান টেস্টটি সহ এখন পর্যন্ত মমিনুলের সংগ্রহ ৮ টেস্টে ৬৭৩ রান। যেখানে তাঁর শতক সংখ্যা ৪টি।
অপরদিকে মার্করাম চলতি বছর সংগ্রহ করেছেন ৯টি ম্যাচে ৬৬৩ রান। হাঁকিয়েছেন ২টি করে শতক এবং অর্ধশতক। অপরদিকে লঙ্কান ব্যাটসম্যান করুনারত্নের সংগ্রহ ৭টি টেস্ট ৬৪৭ রান। তাঁর শতক রয়েছে ১টি এবং অর্ধশতক ৬টি।
তবে তালিকার শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি অনেকটা ধরা ছোঁয়ারই বাইরে রয়েছেন মমিনুলের। এ বছর মোট ১০টি টেস্ট ম্যাচে ১০৬৩ রান সংগ্রহ করেছেন এই রান মেশিন। হাঁকিয়েছেন ৪টি শতক এবং ৪টি অর্ধশতক।

এরপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।
২০১৮ সালের সেরা পাঁচ রান সংগ্রাহক (এখন পর্যন্ত)-
১। ভিরাট কোহলি (ভারত)- ১০ ম্যাচে ১০৬৩ রান
২। জো রুট (ইংল্যান্ড)- ১৩ ম্যাচে ৯৪৮ রান
৩। কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)- ১০ ম্যাচে ৭৯৮ রান
৪। জস বাটলার (ইংল্যান্ড)- ১০ ম্যাচে ৭৬০ রান
৫। মমিনুল হক (বাংলাদেশ)- ৮* ম্যাচে ৬৭৩ রান