ইতিহাস গড়ল বাংলাদেশ

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণ একটি চমক নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রথমবারের মতো কোনও টেস্ট ম্যাচে পেসার ছাড়া খেলছে টাইগাররা।
শের-ই বাংলা স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। এছাড়াও এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখছেন ২৩ বছর বয়সী ওপেনার সাদমান ইসলাম অনিক।
ইনজুরির কারণে ইমরুল কায়েসের ছিটকে পড়াতেই একাদশে সুযোগ পেয়ে গেলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার। অনিক ছাড়াও আজ বাংলাদেশ দলে খেলছেন লিটন কুমার দাস।

মুখোমুখি-
এখন পর্যন্ত চট্টগ্রাম টেস্টটি সহ মোট ১৫টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং উইন্ডিজ। শেষ ম্যাচে জয় পেলেও পাল্লাটি কিন্তু বেশি ভারি ক্যারিবিয়ানদেরই। ১৫টি টেস্টে তাদের জয়ের সংখ্যা ১০টিতে। অপরদিকে মাত্র ৩টি তে জয় পেয়েছে বাংলাদেশ এবং ২টি ড্র হয়েছে।
বাংলাদেশ একাদশঃ
সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান।
উইন্ডিজ একাদশঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জোমেল ওয়ারিকেন, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, শিরমন লুইস।