তামিমের হ্যাট্রিকে ভাগ বসানোর সুযোগ মমিনুলের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে টাইগার ওপেনার তামিম ইকবালের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ আছে মমিনুল হকের সামনে। এই টেস্টে সেঞ্চুরি করলে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হবে মমিনুলের।
আর তাহলেই তামিমের পাশাপাশি পৌঁছে যাবেন তিনি। জিম্বাবুয়ে এবং উইন্ডিজের বিপক্ষে খেলা শেষ দুই টেস্ট ম্যাচে দুইটি সেঞ্চুরি আছে মমিনুলের (১৬১ ও ১২০ রানের ইনিংস)।

আরেকটি সেঞ্চুরি হলেই তামিমকে ছুঁয়ে ফেলবেন মমিনুল। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে দুটি সেঞ্চুরি ছিল তামিমের। দুটো ম্যাচেই ১০৯ রানের ইনিংস খেলেছেন তিনি।
এরপরে ২০১৫ সালে খেলা প্রথম টেস্ট ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি (২০৬ রান) হাঁকিয়েছেন তামিম। অর্থাৎ, তিন ম্যাচেই তিন অঙ্কের রানের দেখা মিলেছিল তাঁর।
এবার সেই সুযোগ অপেক্ষা করছে মমিনুলের সামনেও। চলতি বছর সেঞ্চুরি দিয়ে শুরু করা মমিনুল অবশ্য বছরটি সেঞ্চুরি দিয়েই বছরটি শেষ করতে চান।
'দেখেন কোন সময় এভাবে চিন্তা করিনি যে বছরটা শেষ হবে হয়তো বা আমি একশ করেছি হয়তো বা শেষ ম্যাচ একশ দিয়েই শেষ করতে চাইবো।'; গত বুধবার গণমাধ্যমে জানিয়েছিলেন মমিনুল।