ইংল্যান্ডের হয়ে খেলতে বাঁধা নেই আর্চারের

ছবি: জফরা আর্চার

|| ডেস্ক রিপোর্ট ||
বার্বাডোজে জন্ম নেয়া অলরাউন্ডার জফরা আর্চার ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড কয়েকটি শর্ত পরিবর্তন করেছে ফলে তার ইংল্যান্ডের হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই।
বুধবার লর্ডসে বোর্ড মিটিংয়ের পর একথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই অলরাউন্ডার ২০১৫ সাল থেকে ইংল্যান্ডে বসবাস করছেন। এরপর থেকেই তিনি সাসেক্সের হয়ে কাউন্টিতে নিয়মিত মুখ।

যুব বিশ্বকাপে তিনি উইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এদিকে, আগের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটারকে অন্তত ৭ বছর ইংল্যান্ডে থাকতে হতো। যার ফলে আর্চারকে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো।
তাছাড়া বছরে তাকে অন্তত ২১০ দিন থাকতে হতো ইংল্যান্ডে। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো এই ক্রিকেটারের জন্য যা বেশ কষ্ট সাধ্য ছিল। এবার আর কোনো বাঁধা থাকল না থ্রি লায়ন্সদের জার্সি গায়ে জড়াতে।
ফলে, আগামী জানুয়ারিতে উইন্ডিজ সিরিজেই তার ইংল্যান্ডের হয়ে অভিষেকের জোর সম্ভাবনা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আর্চারের মতো ক্রিকেটার যারা ১৮ বছরের পর ইংল্যান্ডে এসেছেন তারা তিন থেকে চার বছর যুক্তরাজ্যে থাকলেই জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।
এই নতুন নিয়ম আইসিসির বিধি অনুযায়ী সংশোধন করা হয়েছে। এরফলে আগামী অ্যাশেজ ও ঘরের মাঠে ইংল্যান্ডের হয়ে খেলতে কোনো বাঁধা নেই আর্চারের।