নতুন দলে জনি বেয়ারস্টো

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবার টি-টেন ক্রিকেটে নাম লিখিয়েছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। আরব আমিরাতে চলমান টি-টেন লীগে বর্তমান চ্যাম্পিয়ন দল কেরালা নাইটসের হয়ে খেলবেন তিনি।
তবে কিছুদিন আগেই ক্রিকেট থেকে দূরে ছিলেন বেয়ারস্টো। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে লিগামেন্টের ইনজুরির কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিনি।

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। সিরিজের তৃতীয় টেস্টে ফিরেছিলেন বেয়ারস্টো। আর কলম্বো টেস্টে ফিরেই ১১০ রানের ম্যাচ সেরা একটি ইনিংস খেলেছেন।
সেই ম্যাচটিকেই টি-টেন ফরম্যাটের প্রস্তুতি হিসেবে ধরে নিতে পারেন বেয়ারস্টো। যখন তাঁর দলের বাকী সদস্যরা দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই দুবাইতে গিয়েছেন বেয়ারস্টো।
কেরালা নাইটসে বেয়ারস্টোর অধিনায়ক আরেক ইংলিশ তারকা ইয়ন মরগান। এছাড়া এই দলে ক্রিস গেইল এবং কাইরন পোলার্ডের মতো তারকারা আছেন।
২৯ বছর বয়সী বেয়ারস্টো অবশ্য গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচে খেলবেন। এরপরে তাঁর দল নকআউটে গেলে বাকী ম্যাচগুলোও খেলবেন। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া কেরালাকে বেয়ারস্টো কতদূর নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।