promotional_ad

অধিনায়কত্বে নতুনত্ব দেখছেন না সোহান

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ডিসেম্বরের ছয় তারিখ থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং কাপে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। প্রথমবারের মত জাতীয় পর্যায়ে অধিনায়কত্ব করার সুযোগ পাওয়া সোহান দলকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে কোন নতুনত্ব দেখছেন না। 


গত বছর থেকেই ঘরোয়া ক্রিকেটে সফলতার সাথে অধিনায়কত্ব করে আসছেন তিনি। লিস্ট এ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) শেখ জামালকে নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) খুলনা বিভাগের অধিনায়কত্ব করেছেন সোহান।



promotional_ad

এবার আন্তর্জাতিক পর্যায়ে দেশকে নেতৃত্ব দিতে হবে ২৫ বছর বয়সী সোহানকে। 
'আসলে অধিনায়কত্ব তো নতুন কিছু না। এর আগে জাতীয় লীগে, প্রিমিয়ার লীগে অধিনায়কত্ব করেছি,' ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন সোহান।


'আর উইকেট কিপার হিসেবে এমনিতেই ফিল্ডিং সেটিং থেকে শুরু করে ম্যাচের মধ্যে এমনেই অনেক কিছু করতে হয়। সুতরাং অধিনায়কত্ব আমার কাছে বাড়তি কিছু মনে হয় না।'


দেশের হয়ে ৩টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৯টি টি-টুয়েন্টি খেলা সোহান সর্বশেষ উইন্ডিজ সফরে টেস্ট খেলেছিলেন। দলের বিপর্যয়ে রানের দেখাও পেয়েছিলেন তিনি। 



কিন্তু ঘরের মাঠে জিম্বাবুয়ে ও উইন্ডিজ সিরিজের দলে রাখা হয়নি তাঁকে। উইকেট কিপিং পজিশনে প্রতিযোগিতা দলের সোহানের বাইরে থাকার কারণ বলা চলে। 


'টিম কম্বিনেশনের জন্য হয়তো অনেক সময় দলের বাইরে থাকতে হয়। এইসব নিয়ে আমি তেমন ভাবি না। ভাবতে গেলে উল্টো নিজের ক্রিকেটের ক্ষতি হয়। যেখানে সুযোগ হবে সেখানেই পারফর্ম করে যাওয়াই মূল লক্ষ্য থাকে, সেটা জাতীয় দল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট,' বলেছেন সোহান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball