এই অস্ট্রেলিয়া বিষ্ঠাও জিতবে নাঃ ক্লার্ক

মাইকেল ক্লার্ক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাশেজ ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক 'নতুন' অস্ট্রেলিয়া দলের কড়া সমালোচনা করেছেন। নম্র-ভদ্র পন্থায় ক্রিকেট খেলে গেলে জয় নয়, বিষ্ঠাও জিতবে না টিম পেইন ও জাস্টিন ল্যাঙ্গারের বর্তমান অস্ট্রেলিয়া, এমন ভবিষ্যতবাণী করেছেন তিনি।


দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের ঘটনার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। গোটা ক্রিকেট বিশ্বের সম্মান হারিয়ে বসা অস্ট্রেলিয়া দল বর্তমানে জয় নয়, বরং নিজের ভাবমূর্তি রক্ষায় মিশনে আছে।


promotional_ad

মাঠে কঠোর, শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য সম্পূর্ণ দিয়ে লড়ে যাওয়ার ঐতিহ্যগত চরিত্র এখন বিলুপ্তির পথে। তাঁর বদলে প্রতিপক্ষের কাছে হারানো সম্মান আদায় করেই পছন্দনীয় দলে পরিনত হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। 


'অস্ট্রেলিয়ান ক্রিকেটের সকলের পছন্দের দলে পরিনত হওয়ার চিন্তা থেকে বিরত থেকে সকলের সম্মান আদায় করে নেয়ার চিন্তা করা উচিত। সেটা অস্ট্রেলিয়ানদের ঐতিহ্যগত কঠোর ক্রিকেট খেলার মধ্য দিয়েই আদায় করা সম্ভব। আপনি পছন্দ করেন আর না করেন, এটা আমাদের রক্তে বহমান। 


আপনি যদি এই পথ থেকে সরে যান, আপনি হয় বিশ্বের সবচেয়ে পছন্দনীয় দল হবেন, কিন্তু আপনি বিষ্ঠাও জিতবেন না। আমরা একটা ম্যাচও জিতব না। কিন্তু ছেলে মেয়েরা জিততে চায়।,' এক স্থানীয় রেডিও চ্যানেলে এমন মন্তব্য করেছেন মাইকেল ক্লার্ক। 


সাবেক এই অজি কিংবদন্তীর সমালোচনার জবাবে চুপ থাকেন নি বর্তমান অধিনায়ক টিম পেইন। ক্লার্কের মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেছেন,


'কেউই প্রতিপক্ষের পছন্দের দল হওয়া নিয়ে কথাই বলে নি। আমরা বলেছি অস্ট্রেলিয়ান জনগনের বিশ্বাস আদায় নেয়ার বিষয়ে, আমরা নিশ্চিত করতে চাই অস্ট্রেলিয়া দর্শকরা যেন আমাদের ভালোবাসে। কিন্তু প্রতিপক্ষের ব্যাপারে আমরা বিন্দুমাত্র ভাবছি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball