promotional_ad

ড্র করাই বোনাসঃ ওয়ারিকেন

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


স্পিনিং উইকেটে টাইগারদের বিপক্ষে সিরিজ ড্র করাকেই 'বোনাস' হিসেবে দেখছেন উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকেন। এই মুহূর্তে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা উইন্ডিজের সিরিজ ড্র করার জন্য সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই।


আর এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না এই ক্যারাবিয়ান। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে জানিয়েছেন,



promotional_ad

'অবশ্যই আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাইব, সিরিজ হেরে বিদায় নিতে চাইব না। এই অবস্থা থেকে দলগতভাবে যদি আমরা সিরিজটি ড্র করি, তাহলে এটাই বোনাস। তাই মাঠে নামার আগে এটাই আমাদের পরিকল্পনা।'  


উল্লেখ্য, উইন্ডিজের বিপক্ষে এর আগে একবারই টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০০৯ সালে সাকিব আল হাসানের অধিনায়কত্বে ২-০ ব্যবধানে এসেছিল সেই জয় (যদিও মাশরাফি বিন মর্তুজা সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক ছিলেন, কিন্তু সেই টেস্টেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন তিনি)।


কিন্তু এর আগে বা পরে দেশের মাটিতে বা ক্যারিবীয় দীপপুঞ্জে আরও ছয়টি সিরিজে (চলমান সিরিজ বাদ দিয়ে) অংশ নিলেও একটি সিরিজেও জয় পায়নি বাংলাদেশ। বিশেষ করে ২০০৯ সালের পরে চারটি সিরিজে খেললেও একটি ম্যাচেও জয় পায়নি টাইগাররা।



ওয়ারিকেন মনে করছেন দীর্ঘদিন ধরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ না পাওয়া টাইগাররা এই সিরিজে কোনভাবেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না। তবে জয় ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না ওয়ারিকেনও। 


'অবশ্যই তাঁরা অনেক লম্বা সময় ধরে জয় পায়নি, তাই তাঁরা এবার সিরিজ জয়ের জন্যই খেলবে। কিন্তু আমরাও চেষ্টা করব শেষ ম্যাচে জিততে, যাতে করে আমরা সিরিজ ড্র করতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball