promotional_ad

দুশ্চিন্তার নাম চতুর্থ ইনিংসের ব্যাটিং

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চতুর্থ ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানদের রেকর্ড বরাবরই দুর্বল। চাপের মুখে ভেঙ্গে পড়া ও টেস্টের শেষ বেলার ব্যবহৃত উইকেটে স্মরণীয় ইনিংস খুব কমই আছে বাংলাদেশের ক্রিকেটে।


বিশেষ স্পিন স্বর্গে ম্যাচ গড়ানোর সাথে সাথে ব্যাটিং অপেক্ষাকৃত কঠিন হতে থাকে। এছাড়াও শেষ ইনিংসের বাড়তি চাপ তো আছেই। বাংলাদেশের ব্যাটসম্যানদের শেষ ইনিংসের রেকর্ডেও এর প্রভাব স্পষ্ট। 


টেস্ট ম্যাচে টস হারলে চতুর্থ ইনিংসে রান করার ক্ষেত্রে বাংলাদেশের উপরের সারির ব্যাটসম্যানদের নিয়মিত ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হতে বাধ্য। 



promotional_ad

সাম্প্রতিক সময়ে দারুন সফল মমিনুল হকের ভাষায়, 'দেখুন জিনিসটা হলো মানসিক, আপনি যেভাবে নেন। ক্রিকেটটা তো সবমসয় মানসিকতার খেলা। আপনি মানসিকভাবে যেভাবে নিবেন, জিনিসটা ওইভাবেই হবে।'


বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের ক্যারিয়ার গড় ৪০ ছুঁই ছুঁই, কিন্তু চতুর্থ ইনিংসের গড় নেমে আসে ইনিংস প্রতি ২৯ রানে। মুশফিকুর রহিমের রেকর্ডে প্রথম ইনিংস ও চতুর্থ ইনিংসের পার্থক্য পরিলক্ষিত হয় না। 


তবে চতুর্থ ইনিংসের চাপের স্পষ্ট প্রভাব দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ডে। রিয়াদের ক্যারিয়ার গড় ৩০ থেকে নেমে আসে ইনিংস প্রতি ১৭ রানে। 


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মমিনুল হকের রেকর্ডেও ভাটা নামে। ৪৪ ক্যারিয়ার গড়ের ব্যাটসম্যান মমিনুল হক চতুর্থ ইনিংসে এসে রান করছেন ৩৬ গড়ে।



একমাত্র সাকিব আল হাসান এই ক্ষেত্রে ব্যতিক্রম। এই ক্ষেত্রে প্রথম ইনিংসের তুলনায় চতুর্থ ইনিংসে সাকিব বেশি সফল। চতুর্থ ইনিংসে ৪১ গড়ে রান করা সাকিবের ক্যারিয়ার গড় ৩৯। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball