আরেকটি কোহলিময় সিরিজের অপেক্ষায় গিলক্রিস্ট

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের আসন্ন টেস্ট সিরিজে ব্যাট হাতে আবারও ঝলসে উঠবেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি, এমনটাই মনে করছেন কিংবদন্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে চার টেস্ট ম্যাচে ৮৬.৫০ গড়ে ৬৯৪ রান করেন কোহলি।
এবারও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচেও পেয়েছেন রানের দেখা (সিডনিতে ৪১ বলে ৬১* রানের ইনিংস)। এসব মনে করিয়ে দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট জানান, 'টেস্ট সিরিজে আমি আশা করব ভিরাট কোহলি আরও একটি উদ্ধত সিরিজ উপহার দিতে যাচ্ছে, যেমনটা সে করেছিল ২০১৪ সালে। আমি তাঁর সঙ্গে কিছুদিন আগে কথা বলেছি, আমি তাঁকে বেশ আত্মবিশ্বাসী দেখেছি।

' তবে দলকে জেতাতে অন্যান্য ভারতীয় ব্যাটসম্যানরা কোহলিকে কতটুকু সাহায্য করতে পারেন, এই ব্যাপারে কিছুটা সন্দিহান গিলক্রিস্ট। নিজের সময়কার বিশ্বের অন্যতম সেরা এই উইকেটকিপার ব্যাটসম্যান জানান, 'সিডনিতে সে যেভাবে ব্যাট চালিয়েছে তাও আমি দেখেছি। আমি খুব অবাক হবো যদি সে রান না করে। ভারতের সিরিজ জয়ের নেপথ্যে থাকতে পারে কোহলির আশাপাশের ব্যাটসম্যানরা।
'তাঁরা কি পারবে কোহলিকে এবং ভারতকে পর্যাপ্ত রান করতে সহযোগিতা করতে? এছাড়া তাঁদের বোলারদের পর্যাপ্ত রান প্রতিরোধ করার মতো রান এনে দিতে অথবা অস্ট্রেলিয়াকে একই ম্যাচে দুইবার বল করার (ফলো অনে ফেলে দেওয়া) মতো রান করতে?'
এছাড়া গিলক্রিস্ট মনে করেন, এই সিরিজে ফেভারিট হিসেবেই শুরু করবে ভারত। অস্ট্রেলিয়া দল ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের অভাব বোধ করবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। 'ভারত এই সিরিজ ফেভারিট হয়েই শুরু করবে, কেননা নিজেদের দল সম্পর্কে তাঁদের ধারণা বেশ স্পষ্ট। যে কম্বিনেশন নিয়েই খেলতে নামুক তাঁরা সেটা পারবে কেননা তাঁদের দল সম্পর্কে বেশ ভাল ধারণা আছে।
'অপরদিকে অস্ট্রেলিয়ার দিকে যদি দেখেন, আমি মনে করি তাঁদের একাদশ নিয়েও পরিষ্কার ধারণা নেই দলের ম্যানেজমেন্টের। এটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন দশা। স্মিথ-ওয়ার্নার গত দুই বছরে অজিদের হয়ে সিংহভাগ রান করেছে। তাই এদের ছাড়া অস্ট্রেলিয়া দল ক্ষতিগ্রস্ত, কোন সন্দেহ নেই।'