আইপিএলের কোচ হতে চান টেইট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের যেকোনো দলের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অজি পেসার শন টেইট। সম্প্রতি এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ৩৫ বছর বয়সী টেইট।
'আমি এই মুহূর্তে কোচিং করাচ্ছি আমার নিজের অবস্থার আরও উন্নতি করতে। আমি আইপিএলের যেকোনো একটি দলের বোলিং কোচ হতে চাই। আইপিএলে সময় কাটাতে চাই।

'আমি যদি সেখানে কাজ করতে পারি তাহলে এটা আমার জন্য দারুণ হবে। আমি মনে করি টি-টুয়েন্টি ক্রিকেটে আমার অভিজ্ঞতার কমতি নেই এবং আমি এগুলো তাঁদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।'
উল্লেখ্য, নিজের খেলোয়াড়ি জীবনেও আইপিএলে খেলেছেন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার বাইরে বিভিন্ন লীগে মোট ১৭১ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটার। আইপিএলে রাজস্থান রয়্যালস দলের হয়ে নিয়মিতই খেলতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স দলের স্কোয়াডে ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে সকল ফরম্যাট মিলিয়ে ৯৫ উইকেট পাওয়া এই বোলার মন্তব্য করেছেন আসন্ন অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গেও। টেইটের মতে, সিরিজে মূল লড়াই হবে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের।
'মূল লড়াই হবে বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপের (অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ) বিপক্ষে ভারতের সেরা ব্যাটিং লাইনআপের। এটাই হবে মূল পরীক্ষা। ভারত যদি সিরিজ হারে তাহলে মূল কারণ হবে দলের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা।'