বয়স কারচুপির কঠিন শাস্তির বিঁধান করল বিসিসিআই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রীড়াঙ্গনে বয়স কারচুপি নতুন কিছু নয়। আন্তর্জাতিক পর্যায়ে অনেক খেলোয়াড়েরই ক্যারিয়ার শেষ হয়ে গেছে বয়স কারচুপির অভিযোগে।
বিশেষ করে বয়সভিত্তিক দলগুলোতে বয়স কারচুপির অভিযোগ বেশি পাওয়া যায়। এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, যদি বয়স কারচুপি করে কেউ খেলার চেষ্টা করে ধরা পড়েন তা হলে বিসিসিআই-এর সব রকম টুর্নামেন্ট থেকে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করবে।
‘‘২০১৮-১৯ থেকে যদি কোনও ক্রিকেটার বয়স কারচুপির অভিযোগে অভিযুক্ত হয় তা হলে তাকে বিসিসিআই টুর্নামেন্ট থেকে দু'বছর ২০১৮-১৯ ও ২০১৯-২০র জন্য নিষিদ্ধ করা হবে।''
এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো ছাড় দিবে না বলেও উল্লেখ্য করেছে। তাছাড়া টুর্নামেন্টে নিজেদের নাম লিপিবদ্ধ করার সময় জন্ম সনদে কারচুপির অভিযোগ পেলে কঠিন শাস্তির বিঁধান করেছে তারা।
‘‘বয়স লুকনোর বিষয়ে বিসিসিআই কোনও ছাড় দেবে না। এবং সেই সব ক্রিকেটারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে যাদের জন্ম সনদ বিসিসিআইয়ের টুর্নামেন্টে নথিভুক্তির সময় কারচুপি করা হবে।''