promotional_ad

প্রথম সিরিজ জয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশঃ আকরাম খান

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। সে উদ্দেশ্যেই চূড়ান্ত একাদশ সাজাবে তাঁরা, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।


চট্টগ্রাম টেস্ট জিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ী হয় টাইগাররা। তাই অনেক বেশী আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে সাকিব আল হাসানের দল, বিশ্বাস দেশের ক্রিকেটের সাবেক অধিনায়কের।


এছাড়া অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ম্যাচ জিতেছে বাংলাদেশ, যাকে অনেক বড় ইতিবাচক দিক মনে করছেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে আকরাম খান বলেন,


promotional_ad

'সবথেকে গুরুত্বপূর্ণ যেটি হয়েছে সেটি হল আমাদের উইন্ডিজদের বিপক্ষে দেশে প্রথম জয়। এটি আমাদের অনেক শক্তিশালী করেছে। পাশাপাশি সিরিজের প্রথম ম্যাচটি আমরা জিতেছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে ছাড়াই। সেটি আমাদের জন্য একটি ইতিবাচক দিক।


'উইকেট এবং টস অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শেষ ম্যাচে আমরা টসে জিতেছিলাম। আর যেহেতু আমাদের সিরিজ জয়ের সম্ভাবনা আছে সুতরাং আমরা সেরা দলটিই দেয়ার চেষ্টা করব। উইকেট স্পিনিংও হতে পারে, পেস সহায়কও হতে পারে।'


সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হতে যাচ্ছে ঢাকা টেস্টের পরিকল্পনা, এ বিষয়ে এখনই কিছু জানাননি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তবে উইকেট কিংবা একাদশ যেমনই হোক খেলতে হবে দল হিসেবে। আর জয়ের জন্য এটাকে অনেক গুরুত্ব দিচ্ছেন আকরাম খান।


'এটি তো আসলে এখনই বলা যাচ্ছে না। আমাদের এখনও দুই দিন সময় আছে। আমরা চিন্তা ভাবনা করছি। আর যেটা হয়েছে সেটা হল শুধু স্পিনাররাই ভালো খেলেছে তা নয়, তাঁদের সাথে কিন্তু আমাদের ব্যাটসম্যানেরাও অনেক ভাল খেলেছে।


'মমিনুল, রিয়াদ সাকিব ভালো করেছে। তারপরে লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাইম রয়েছে। আসলে একটি দল হিসেবে পারফর্মেন্সটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার যে ধরণের উইকেটই হোক, দল যদি ভালো খেলে এবং জয় পায় তাহলে দলের ভাবমূর্তি ভালো থাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball