কন্ডিশনের কারণেই সুযোগ পাচ্ছে না পেসাররাঃ নান্নু

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট স্কোয়াডে রীতিমত জায়গা পাচ্ছেন বেশ কয়েকজন পেসার। কিন্তু খেলার সুযোগ পাচ্ছেন না নিয়মিত, পেলেও বল হাতে তাঁদেরকে আক্রমণে দেখা যায় কালেভদ্রে। অবহেলিত হচ্ছেন না তো দেশের পেসাররা? এই প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তাঁর মতে, দেশের মাটিতে বাংলাদেশ যে উইকেটে খেলছে সেখানে পেসারদের তুলনায় স্পিনাররা বেশী কার্যকরী ভূমিকা পালন করছে। তাই বল হাতে সুযোগটা বেশী পাচ্ছে স্পিনাররাই। এ জন্য পেসারদের পক্ষে কথা বলার আগে সকলকে কন্ডিশন সম্পর্কে চিন্তা করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক।

'আমি মনে করি পেস বোলারদের সমর্থন করছি না বলে দাবি করার আগে আমরা কোথায় খেলছি তা ভাবা প্রয়োজন। শেষ টেস্টে সবগুলো উইকেট নিয়েছে স্পিনাররা এবং এটা দেখাচ্ছে যে তাঁরা কতটা আত্মবিশ্বাসী নিজেদের উপর,' মঙ্গলবার ক্রিকফ্রেঞ্জিকে বলেছিলেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং মেহেদি হাসান মিরাজরা। যার সকলেই স্পিনার এবং প্রতিপক্ষের ২০ উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন এই চার স্পিনার।
চট্টগ্রাম টেস্টের দলে ছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও, যিনি বল হাতে আক্রমণ করার সুযোগ পেয়েছিলেন মাত্র চার ওভার। স্পিনিং উইকেটে কার্যকরী ছিলেন না মুস্তাফিজ, তাঁকে খেলতে হয়েছিল শুধু একজন ফিল্ডার হয়েই।
তবে নান্নুর মতে, এতে দোষারোপ করা যাবে না কাউকেই। আমাদের কন্ডিশনে পেসাররা সুযোগ পাবে না এটাই স্বাভাবিক।