শেষ মুহূর্ত পর্যন্ত তামিমের অপেক্ষা করবে বোর্ড

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ইনজুরির কারণে রাখা হয় নি ইমরুল কায়েসকে। আর ইনজুরিতে থাকা তামিম ইকবালকেও দ্বিতীয় টেস্টের স্কোয়াড রাখেননি নির্বাচকেরা।
তবে তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা বলে জানা গেছে। এখনও তামিমের ইনজুরি থেকে সেরে ওঠার ব্যাপারে কোন খবর না পাওয়ার দরুন তাঁকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চান না নির্বাচকরা।

তবে তামিমের ইনজুরির ব্যাপারে ইতিবাচক কোন খবর পাওয়া গেলে যেকোনো সময় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমনটাই জানিয়েছেন ক্রিকফ্রেঞ্জিকে।
তিনি বলেছেন, 'তামিমের ইনজুরির ব্যাপারে এখনও কোন খবর পাইনি আমরা তাই তাঁকে স্কোয়াডে রাখিনি। তাঁর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমরা। সুখবর পেলেই তাঁকে দলে নেয়া হবে। এসব কথা মাথায় রেখেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছি আমরা।'
এদিকে চট্টগ্রামে খেলতে নেমে কাঁধে চোট পেয়েছিলেন ইমরুল। সেই চোটের কারণেই মিরপুরে খেলতে পারবেন না তিনি। ইমরুল এবং তামিম না খেললে সাদমান ইসলাম অনিকের যে অভিষেক হচ্ছে সেটা অনেকটাই নিশ্চিত।
নান্নু বলেছেন, 'ইমরুলের কাঁধে চোট রয়েছে সেই কারণে তাঁকে বিশ্রাম দিচ্ছি আমরা। আমরা সাদমানকে পরখ করে দেখতে চাই সে আন্তর্জাতিক আঙ্গিনায় কেমন পারফর্ম করে। যেহেতু সে ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে ছিল তাঁকে নিয়ে আশাবাদি আমরা।'
বাংলাদেশের ১৩ সদস্যের দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমদে ও সাদমান ইসলাম অনিক।