চ্যালেঞ্জ মোকাবেলায় বরাবরই সফল বেয়ারস্টোঃ বেইলিস

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলে তিনি বরাবরই দারুণ ব্যাটিং করেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস।
'আমি যতবারই বেয়ারস্টোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছি ততবারই সে রান করেছে। সে ব্যাট করতে যাওয়ার সময় যতবারই আমরা চ্যালেঞ্জ করেছি, সে ততবারই দারুণ করেছে।'

শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে মিডিয়ার সামনে এমনটা জানিয়েছেন বেইলিস। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে লিগামেন্টের ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি বেয়ারস্টো।
কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে তাঁকে। বেয়ারস্টো ছিটকে পড়ায় উইকেটের পেছনে দাঁড়িয়েছেন অভিষিক্ত উইকেটরক্ষক বেন ফোকস। গল টেস্টে অভিষেক ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৫ বছর বয়সী ফোকস।
এছাড়া দুর্দান্ত কিপিংয়েও সন্তুষ্ট করতে পেরেছেন দলের ম্যানেজমেন্টকে। আর তাই বেয়ারস্টোকে দলে জায়গা করে নিতে হয়েছে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই।
তাতেও সফল হয়েছেন বেয়ারস্টো। কলম্বো টেস্টে ফিরেই স্পিনিং উইকেটে ১১০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিন নম্বরে নেমে। আর তাই তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন বেইলিস।
তবে নিজ দেশের পেস বোলিং সহায়ক উইকেটে আবারও চ্যালেঞ্জে পড়তে পারেন বেয়ারস্টো, মনে করছেন বেইলিস, 'সামনের পেস বোলিং সহায়ক উইকেটে তাঁর জন্য আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু সেখানে মানিয়ে নেওয়ার মতো প্রতিভা তাঁর অবশ্যই আছে।'