promotional_ad

স্পিনাররাই দখল করলেন ১০০ উইকেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ টেস্টে ৪২ রানের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ১৯৬৩ সালের পর দেশের বাইরে এই প্রথম প্রতিপক্ষকে ৩-০ তে হোয়াইটওয়াশ করল ইংলিশরা।


লঙ্কানদের বিপক্ষে প্রথম তো বটেই, এশিয়ার মাটিতে ২ ম্যাচের বেশি সিরিজে প্রথম হোয়াইটওয়াশের স্বাদ পেল ইংল্যান্ড। গোটা সিরিজেই দুর্দান্ত ছিলেন ইংলিশ স্পিনাররা। বিশেষ করে জ্যাক লিচ ও মঈন আলী দারুণ চমক দেখিয়েছেন।


promotional_ad

এই দুজনই ১৮ টি করে উইকেট নিয়েছেন। সদ্য শেষ হওয়া সিরিজে ১০০ উইকেট নিয়েছেন শুধু স্পিনাররাই। ৩ ম্যাচ সিরিজে যা স্পিনারদের সর্বাধিক উইকেট দখলের রেকর্ড।


এর আগে ১৯৯৮ সালে শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড সিরিজে স্পিনাররা নিয়েছিল সর্বোচ্চ ৭৯ উইকেট। সিরিজের হিসেবে এক সিরিজে স্পিনারদের সর্বোচ্চ উইকেট দখলের রেকর্ড ১৯৭২-৭৩ সালে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত সিরিজের।


সেই সিরিজে ১০৯টি উইকেট নিয়েছিলেন স্পিনাররা। সেটি ছিল ৫ ম্যাচের সিরিজ। এরপর ২০১৬-১৭ সালের সিরিজে ১০৮ উইকেট দখল করেছিলেন ভারত ও ইংল্যান্ডের স্পিনাররা।


এই দুই দলের খেলা ১৯৬১-৬২ সালের সিরিজে ১০১ উইকেট নিয়েছিলেন স্পিনাররা। এরপরই অবস্থান সদ্য শেষ হওয়া ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের। এছাড়া আর মাত্র ১ টি সিরিজেই ১০০ উইকেট দখল করেছেন স্পিনাররা।


১৯৬৯-৭০ সালে অস্ট্রেলিয়ার ও ভারতের মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১০০ উইকেট দখল করেছেন স্পিনাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball