স্পিনাররাই দখল করলেন ১০০ উইকেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ টেস্টে ৪২ রানের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ১৯৬৩ সালের পর দেশের বাইরে এই প্রথম প্রতিপক্ষকে ৩-০ তে হোয়াইটওয়াশ করল ইংলিশরা।
লঙ্কানদের বিপক্ষে প্রথম তো বটেই, এশিয়ার মাটিতে ২ ম্যাচের বেশি সিরিজে প্রথম হোয়াইটওয়াশের স্বাদ পেল ইংল্যান্ড। গোটা সিরিজেই দুর্দান্ত ছিলেন ইংলিশ স্পিনাররা। বিশেষ করে জ্যাক লিচ ও মঈন আলী দারুণ চমক দেখিয়েছেন।

এই দুজনই ১৮ টি করে উইকেট নিয়েছেন। সদ্য শেষ হওয়া সিরিজে ১০০ উইকেট নিয়েছেন শুধু স্পিনাররাই। ৩ ম্যাচ সিরিজে যা স্পিনারদের সর্বাধিক উইকেট দখলের রেকর্ড।
এর আগে ১৯৯৮ সালে শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড সিরিজে স্পিনাররা নিয়েছিল সর্বোচ্চ ৭৯ উইকেট। সিরিজের হিসেবে এক সিরিজে স্পিনারদের সর্বোচ্চ উইকেট দখলের রেকর্ড ১৯৭২-৭৩ সালে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত সিরিজের।
সেই সিরিজে ১০৯টি উইকেট নিয়েছিলেন স্পিনাররা। সেটি ছিল ৫ ম্যাচের সিরিজ। এরপর ২০১৬-১৭ সালের সিরিজে ১০৮ উইকেট দখল করেছিলেন ভারত ও ইংল্যান্ডের স্পিনাররা।
এই দুই দলের খেলা ১৯৬১-৬২ সালের সিরিজে ১০১ উইকেট নিয়েছিলেন স্পিনাররা। এরপরই অবস্থান সদ্য শেষ হওয়া ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের। এছাড়া আর মাত্র ১ টি সিরিজেই ১০০ উইকেট দখল করেছেন স্পিনাররা।
১৯৬৯-৭০ সালে অস্ট্রেলিয়ার ও ভারতের মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১০০ উইকেট দখল করেছেন স্পিনাররা।