স্পিনিং উইকেটে বিস্ময়ের কিছুই নেইঃ রোডস

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আড়াই দিনেই শেষ হয়ে যাওয়া চট্টগ্রাম টেস্টের উইকেট নিয়ে বিতর্ক যেন থামছেই না। আর স্পিনিং উইকেটের এই বিতর্কে এবার মুখ খুলেছেন টাইগার কোচ স্টিভ রোডস।
উপমহাদেশে স্পিনিং উইকেট বিস্ময়ের কিছু নয় বলে মনে করছেন তিনি। কয়েকমাস আগের এন্টিগা টেস্টের সবুজ ও বাউন্সি উইকেট নিয়ে উদাহরণ দিয়ে তিনি আরও বলেছেন,
'আমি মনে করি টার্নিং উইকেটের প্রত্যাশা নিয়েই আপনি উপমহাদেশে আসবেন, তাই এটা বিস্ময়কর কিছু নয়। কলম্বোয় শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ম্যাচ হচ্ছে টার্নিং উইকেটে। এটা কেবল ভিন্ন ধরনের উইকেট।

'মনে করে দেখুন অ্যান্টিগা টেস্টের কথা, সেখানে একেবারে ভিন্ন কন্ডিশনে আমরা খেলেছিলাম- সবুজ ও বাউন্সি; বলা যায় অন্য গ্রহের উইকেট! সুইং করা ডিউক বল আমাদের অনেক সমস্যায় ফেলেছিল। আমি মনে করি এটাই খেলার আসল সৌন্দর্য।'
উল্লেখ্য, জুলাইয়ের এন্টিগা টেস্টে বাংলাদেশ উইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল। সবুজ সেই উইকেটে দুই দলের তিন ইনিংসের মোট ৩০ টি উইকেটের ২৪ টি নিয়েছিলো পেসাররা।
এবারের চট্টগ্রাম টেস্টে যেন উপমহাদেশীয় দাপট দেখল উইন্ডিজ। চার ইনিংসের ৪০ টি উইকেটের মধ্যে ৩৪ টি উইকেটই এবার নিয়েছে স্পিনাররা।
তাছাড়া এমন স্পিনিং উইকেটে ব্যাট করার মধ্যে বাড়তি কিছু উম্মাদনার বিষয় আছে বলেও মনে করছেন টাইগার ক্রিকেটের এই মাস্টারমাইন্ড। আরও জানান,
'আমি মনে করি এটাই সারাবিশ্বে খেলে বেড়ানোর আনন্দ। এই চমৎকার খেলাটি অনেক ভাবেই খেলা যায়। বাংলাদেশে এসে ভিন্ন উইকেটে খেলাটা আপনাকে ক্রিকেটের অন্য দিকটাও দেখিয়ে দিবে। যখন আপনি আউট হবেন এবং উদ্বিগ্ন হবেন তখন আপনি আরও বেশি ভাল খেলতে চাইবেন।
'টেস্ট ক্রিকেটে জঘন্য ব্যাটিং করছেন, এমনটাও মনে হতে পারে। কিন্তু চাপে পড়লে আপনি নিজের উপর থেকে চাপ সরিয়ে নিতে চাইবেন, বোলারকে ঠিকভাবে বল করতে দিবেন না। আপনিও তখন আক্রমণ করবেন।'